Weather Update: সোমেও ঝড়ের তাণ্ডব হতে পারে উত্তর ও দক্ষিণের কিছু জেলায়, কতদিন চলবে দুর্যোগ? বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
সোম থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে বরং শুকনো আবহাওয়াই থাকবে গোটা দক্ষিণবঙ্গে। যদিও এর আগে মঙ্গলবার পর্যন্ত অধিকাংশ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
1/5
সক্রিয় ঘূর্ণাবর্ত! তুমুল ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী...রবি থেকে বুধ কোন জেলায় কেমন থাকবে আকাশ? বঙ্গের আবহাওয়ার আপডেট জেনে নিন
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে রবিবারেও। বেশ কিছু দিন ধরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ধরে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডব চলে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে।
advertisement
2/5
বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
সোম থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে বরং শুকনো আবহাওয়াই থাকবে গোটা দক্ষিণবঙ্গে। যদিও এর আগে মঙ্গলবার পর্যন্ত অধিকাংশ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা।
রবিবার কলকাতা, হাওড়া, হুগলি,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া- সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
4/5
সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও ঝড়ের গতিবেগ কিছুটা কমবে; ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা।
উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হাওয়ার গতি কিছুটা বেশি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
advertisement
5/5
কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আগামী পাঁচ দিন সব জেলায় তাপমাত্রা একই থাকবে।
advertisement
advertisement
advertisement