Rail Accident: মধ্যরাতে আচমকা বিকট শব্দে অর্ধেক হয়ে গেল ট্রেন! সর্বোচ্চ গতিতে ছুটে এল বন্দেভারত, তারপর যা ঘটল...
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rail Accident: ফের দুর্ঘটনার কবলে ট্রেন, তবে এবার যাত্রীবাহী নয় মালগাড়ি, অল্পের জন্য রক্ষা পেল বন্দে ভারত! পুরুলিয়া-আদ্রা শাখায় মালগাড়ির কাপলিং ভেঙে ঘটে এই বিপত্তি। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা-চান্ডিল শাখার বরাভূম রেল স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের মাঝ বরাবর কাপলিঙ্গ ভেঙে যায়। ফলে মালগাড়ির অর্ধেক অংশ স্টেশনেই আটকে পড়ে এবং বাকি অর্ধেক পুরুলিয়ার দিকে এগিয়ে যায়।
advertisement
advertisement
*স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া-আদ্রা শাখায় মালগাড়ির কাপলিং ভেঙে ঘটে এই বিপত্তি। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা-চান্ডিল শাখার বরাভূম রেল স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের মাঝ বরাবর কাপলিঙ্গ ভেঙে যায়। ফলে মালগাড়ির অর্ধেক অংশ স্টেশনেই আটকে পড়ে এবং বাকি অর্ধেক পুরুলিয়ার দিকে এগিয়ে যায়।
advertisement
advertisement
advertisement
*এ বিষয়ে এলাকার এক বাসিন্দা ইন্দ্রানী তন্তুবাই বলেন, হঠাৎ করেই তারা বিকট আওয়াজ শুনতে পান। ছুটে এসে দেখেন মালগাড়ির কাপলিঙ্গ ভেঙে গিয়েছে, ও মালগাড়ির অর্ধেক অংশ পুরুলিয়ার দিকে এগিয়ে গিয়েছে। ঘটনায় কোন ক্ষতি হয়নি কারুর। যদিও পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে রেলকর্মীদের তৎপরতায়।









