Durga Puja 2025: পুরুলিয়ায় এবার 'বিষ্ণুপুরী' স্বাদ! টেরাকোটার ঝকমারি, ফসকে গেলেই হবে আফসোস

Last Updated:
Durga Puja 2025: বিষ্ণুপুরের নিদর্শন এবার পুরুলিয়ার মাটিতে , ৫০ বছরে অভিনব ভাবনায় সেজে উঠছে এই পুজো! 
1/6
ঝালদার সার্বজনীন দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম হল নামোপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো। এবছর তাদের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হচ্ছে। (ছবি ও তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি)
ঝালদার সার্বজনীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম হল নামোপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো। এবছর তাদের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হচ্ছে। (ছবি ও তথ্য: শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/6
বিষ্ণুপুরের টেরাকোটার আদলে মণ্ডপসজ্জা করা হচ্ছে। তাদের পুজোর থিমের নাম 'মাটির ঘরে উমা'। ঝালদার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে এই পুজো প্রত্যেক বছরই নজর কাড়ে।
বিষ্ণুপুরের টেরাকোটার আদলে মণ্ডপসজ্জা করা হচ্ছে। তাদের পুজোর থিমের নাম 'মাটির ঘরে উমা'। ঝালদার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে এই পুজো প্রত্যেক বছরই নজর কাড়ে।
advertisement
3/6
একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। ১৫ লক্ষ টাকা বাজেট রয়েছে এই পুজোর। মহালয়ার দিন ভার্চুয়াল উদ্বোধন হতে চলেছে এই পুজো মণ্ডপের। 
একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। ১৫ লক্ষ টাকা বাজেট রয়েছে এই পুজোর। মহালয়ার দিন ভার্চুয়াল উদ্বোধন হতে চলেছে এই পুজো মণ্ডপের।
advertisement
4/6
এ বিষয়ে স্থানীয় এলাকার এক বাসিন্দা অনুপ মাহাতো বলেন, প্রত্যেক বছর এই পুজো কমিটির পুজোতে কিছু না কিছু চমক থাকে। ‌ এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আমরা এই পুজো মণ্ডপে অতি অবশ্যই ঢুঁ মেরে যাই। 
এ বিষয়ে স্থানীয় এলাকার এক বাসিন্দা অনুপ মাহাতো বলেন, প্রত্যেক বছর এই পুজো কমিটির পুজোতে কিছু না কিছু চমক থাকে। ‌ এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আমরা এই পুজো মণ্ডপে অতি অবশ্যই ঢুঁ মেরে যাই।
advertisement
5/6
এ বিষয়ে পুজো কমিটির সদস্য অনুপ কুমার চোপড়া ও বলরাম মণ্ডল বলেন, ১৯৭৬ সালে এই পুজো শুরু হয়। বিষ্ণুপুরের টেরাকোটার আদলে তাদের মণ্ডপ তৈরি হচ্ছে। এবার পুরুলিয়াতে বসেই বিষ্ণুপুর দর্শন সম্ভব হবে।
এ বিষয়ে পুজো কমিটির সদস্য অনুপ কুমার চোপড়া ও বলরাম মণ্ডল বলেন, ১৯৭৬ সালে এই পুজো শুরু হয়। বিষ্ণুপুরের টেরাকোটার আদলে তাদের মণ্ডপ তৈরি হচ্ছে। এবার পুরুলিয়াতে বসেই বিষ্ণুপুর দর্শন সম্ভব হবে।
advertisement
6/6
দুর্গাপুজোর অপেক্ষায় থাকে আপামর বঙ্গবাসী। পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন জায়গাতেই বিগ বাজেটের পুজো হয়ে থাকে। তার মধ্যে ঝালদা নামোপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো মানুষের মনে দাগ কাটে প্রতিবছর। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
দুর্গাপুজোর অপেক্ষায় থাকে আপামর বঙ্গবাসী। পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন জায়গাতেই বিগ বাজেটের পুজো হয়ে থাকে। তার মধ্যে ঝালদা নামোপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো মানুষের মনে দাগ কাটে প্রতিবছর। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
advertisement
advertisement