Puja Fashion 2023: শুধু পোশাকেই নয়, পুজোর আগে চাই ফিট শরীর, ভিড় বাড়ছে জিমে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Puja Fashion 2023: পুজোর সময়ে চেহারা খোলতাই করতে গত কয়েক বছরের মতো এ বারও ভিড় বাড়ছে বিভিন্ন জিমে। যাঁরা সেখানে যাচ্ছেন, তাঁদের বেশির ভাগই কমবয়সি। সকালে ও সন্ধ্যায় সাধারণত জিমে ভিড় একটু বেশি থাকে। কিন্তু পুজো এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিড় হচ্ছে দুপুরেও।
advertisement
advertisement
advertisement
বসিরহাটের ভেবিয়ায় 'ফিটনেস জিম' -এর কর্ণধার রিতম মন্ডল জানান, "বিশেষ করে পুজোর আগে শরীর থেকে মেদ ঝরিয়ে নিজেকে ঝরঝরে করার প্রবণতা দেখা যায়। তবে জিমে যাঁরা পুজোর আগে ভর্তি হতে আসেন, তাঁদের বলে দিই, ম্যাজিক করে ওজন কমানো সম্ভব নয়। সারা বছর শারীরচর্চা করুন। তবেই শারীরিকভাবে পূর্ণ সুস্থতা পাওয়া যায়।" -Input- JULFIKAR MOLLA