চলন্ত লোকাল ট্রেনের কামরায় এভাবেই যাত্রীরা একে অপরকে সাজালেন রঙিন ফুলে, হল মিষ্টি মুখ - কেন জানেন!

Last Updated:
চলন্ত লোকাল ট্রেনের কামরায় এভাবেই যাত্রীরা একে অপরকে পড়ালেন রঙিন ফুল, হল মিষ্টি মুখ - কেন জানেন!
1/6
উওর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: লোকাল ট্রেনের কামরায় আগাম রাখি বন্ধনে মেতে উঠলেন নিত্যযাত্রীদের। যাত্রীরাই একে অপরের হাতে পড়িয়ে দিলেন ভাতৃত্বের রাখি
উওর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: লোকাল ট্রেনের কামরায় আগাম রাখি বন্ধনে মেতে উঠলেন নিত্যযাত্রীদের। যাত্রীরাই একে অপরের হাতে পড়িয়ে দিলেন ভাতৃত্বের রাখি
advertisement
2/6
রাখি বন্ধন উৎসবের আগেই, এদিন বনগাঁ-মাঝেরহাট লোকাল ট্রেনের কামরায় দেখা গেল এই দৃশ্য। চলন্ত ট্রেনের মধ্যেই নিত্যযাত্রীরা একে অপরকে পরিয়ে দেন সুন্দর সুন্দর নানা রঙের রাখি
রাখি বন্ধন উৎসবের আগেই, এদিন বনগাঁ-মাঝেরহাট লোকাল ট্রেনের কামরায় দেখা গেল এই দৃশ্য। চলন্ত ট্রেনের মধ্যেই নিত্যযাত্রীরা একে অপরকে পরিয়ে দেন সুন্দর সুন্দর নানা রঙের রাখি
advertisement
3/6
শুধু রাখি বন্ধন নয়, তার সঙ্গে চলে মিষ্টি মুখও। হাতে রাখি পরে, চকলেট খেয়ে হাসি-আড্ডায় মেতে ওঠেন লোকাল ট্রেনের প্রথম কামরার যাত্রীরা
শুধু রাখি বন্ধন নয়, তার সঙ্গে চলে মিষ্টি মুখও। হাতে রাখি পরে, চকলেট খেয়ে হাসি-আড্ডায় মেতে ওঠেন লোকাল ট্রেনের প্রথম কামরার যাত্রীরা
advertisement
4/6
আয়োজকদের মধ্যে ছিলেন যাত্রী প্রদীপ ব্যানার্জি, নয়ন চক্রবর্তী, পার্থ কাশ্যপ, সঞ্জয় মন্ডল, মসিউর রহমান মন্ডল সহ বহু নিত্যযাত্রীরাই
আয়োজকদের মধ্যে ছিলেন যাত্রী প্রদীপ ব্যানার্জি, নয়ন চক্রবর্তী, পার্থ কাশ্যপ, সঞ্জয় মন্ডল, মসিউর রহমান মন্ডল সহ বহু নিত্যযাত্রীরাই
advertisement
5/6
শনিবার ছুটি থাকায় অনেক যাত্রীই ট্রেনে উঠতে পারবেন না, তাই একদিন আগেই এই উৎসব পালন করা হয় বলেই জানানো হয়েছে ওই ট্রেনার যাত্রীদের তরফে
শনিবার ছুটি থাকায় অনেক যাত্রীই ট্রেনে উঠতে পারবেন না, তাই একদিন আগেই এই উৎসব পালন করা হয় বলেই জানানো হয়েছে ওই ট্রেনার যাত্রীদের তরফে
advertisement
6/6
তাদের কথায়, আমরা প্রতিদিন একসঙ্গে যাতায়াত করি। আমাদের মধ্যে যে আত্মিক বন্ধন তৈরি হয়েছে, সেটিকে আরও দৃঢ় করতেই এই ছোট্ট উদ্যোগ।পরিচিত-অপরিচিতের ভেদ ভুলে সৌহার্দ্য ও ভালোবাসায় যেন একাকার হয়ে গেল গোটা লোকাল ট্রেনের কামরা
তাদের কথায়, আমরা প্রতিদিন একসঙ্গে যাতায়াত করি। আমাদের মধ্যে যে আত্মিক বন্ধন তৈরি হয়েছে, সেটিকে আরও দৃঢ় করতেই এই ছোট্ট উদ্যোগ।পরিচিত-অপরিচিতের ভেদ ভুলে সৌহার্দ্য ও ভালোবাসায় যেন একাকার হয়ে গেল গোটা লোকাল ট্রেনের কামরা
advertisement
advertisement
advertisement