Shiv Ratri 2025: নেপালের পর বাংলার কোথায় একমাত্র পঞ্চমুখী শিবের মন্দির? পুজো দিলেই গবির হয় বড়লোক, গ্রহ দোষ দূর হয়

Last Updated:
Pancha Mukhi Shiv: বহু দূর দূরান্ত থেকে পঞ্চমুখী শিব মন্দিরে নিজেদের মনস্কামনা নিয়ে আসে ভক্তরা, ভক্তদের বিশ্বাস বাঘডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দিরের এই শিবের কাছে যা মনস্কামনা নিয়ে আসা হয় সবই পূরণ করে দেবাদিদেব মহাদেব।
1/6
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাঘডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দির। নেপালের পরেই একমাত্র পশ্চিমবঙ্গেই আছে এই পঞ্চমুখী শিব মন্দির। এছাড়াও যারা নিঃসন্তান তারা মনস্কামনা করলেই তারা সন্তান লাভ করেন বলেই কথিত আছে। (কৌশিক অধিকারী)
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাঘডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দির। নেপালের পরেই একমাত্র পশ্চিমবঙ্গেই আছে এই পঞ্চমুখী শিব মন্দির। এছাড়াও যারা নিঃসন্তান তারা মনস্কামনা করলেই তারা সন্তান লাভ করেন বলেই কথিত আছে। (কৌশিক অধিকারী)
advertisement
2/6
জানা যায়, বিগত ৩৫০বছর আগে, বাঘডাঙ্গার রাজা কালি শঙ্কর মহারাজ একটি বিশাল পাঁচ মুখ বিশিষ্ট শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে, স্থানীয় মানুষদের দাবি নেপালের পর ভারতবর্ষে এই ধরণের শিবলিঙ্গ একমাত্র মুর্শিদাবাদের কান্দি বাগডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দিরেই আছে।
জানা যায়, বিগত ৩৫০বছর আগে, বাঘডাঙ্গার রাজা কালি শঙ্কর মহারাজ একটি বিশাল পাঁচ মুখ বিশিষ্ট শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে, স্থানীয় মানুষদের দাবি নেপালের পর ভারতবর্ষে এই ধরণের শিবলিঙ্গ একমাত্র মুর্শিদাবাদের কান্দি বাগডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দিরেই আছে।
advertisement
3/6
বহু দূর দূরান্ত থেকে পঞ্চমুখী শিব মন্দিরে নিজেদের মনস্কামনা নিয়ে আসে ভক্তরা, ভক্তদের বিশ্বাস বাঘডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দিরের এই শিবের কাছে যা মনস্কামনা নিয়ে আসা হয় সবই পূরণ করে দেবাদিদেব মহাদেব। এটাই বিশ্বাস মানুষের। শিব চতুদর্শী উপলক্ষে শুক্রবার ও শনিবার সকাল থেকেই ভিড় হবে বহু ভক্ত ও সাধারণ মানুষের।
বহু দূর দূরান্ত থেকে পঞ্চমুখী শিব মন্দিরে নিজেদের মনস্কামনা নিয়ে আসে ভক্তরা, ভক্তদের বিশ্বাস বাঘডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দিরের এই শিবের কাছে যা মনস্কামনা নিয়ে আসা হয় সবই পূরণ করে দেবাদিদেব মহাদেব। এটাই বিশ্বাস মানুষের। শিব চতুদর্শী উপলক্ষে শুক্রবার ও শনিবার সকাল থেকেই ভিড় হবে বহু ভক্ত ও সাধারণ মানুষের।
advertisement
4/6
প্রসঙ্গত উল্লেখ্য, এই পঞ্চমুখী শিব মন্দিরের গর্ভগৃহ ছাড়াও আরও মোট বারোটি শিব মন্দির রয়েছে অর্থাৎ দ্বাদশ শিবলিঙ্গ এই পঞ্চমুখী শিব মন্দিরে রয়েছে। চিরাচরিত প্রথা অনুযায়ী আজও এই বাগডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দিরে প্রতিদিন আড়ম্বরের সঙ্গে পুজো হয়ে আসছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই পঞ্চমুখী শিব মন্দিরের গর্ভগৃহ ছাড়াও আরও মোট বারোটি শিব মন্দির রয়েছে অর্থাৎ দ্বাদশ শিবলিঙ্গ এই পঞ্চমুখী শিব মন্দিরে রয়েছে। চিরাচরিত প্রথা অনুযায়ী আজও এই বাগডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দিরে প্রতিদিন আড়ম্বরের সঙ্গে পুজো হয়ে আসছে।
advertisement
5/6
প্রতিদিন এই শিব মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়। গাছপালায় ঘেরা মনোরম পরিবেশে এই শিব মন্দিরে যুগ যুগ ধরে একইরকমভাবে ভক্তদের বিশ্বাসে পূজো হয়ে আসছে।
প্রতিদিন এই শিব মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়। গাছপালায় ঘেরা মনোরম পরিবেশে এই শিব মন্দিরে যুগ যুগ ধরে একইরকমভাবে ভক্তদের বিশ্বাসে পূজো হয়ে আসছে।
advertisement
6/6
বর্তমানে ডেভলপমেন্ট অফ কান্দি টুরিজম সার্কিট ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সিএফএ প্রজেক্টের অধীনে রয়েছে এই মন্দির।

বর্তমানে ডেভলপমেন্ট অফ কান্দি টুরিজম সার্কিট ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সিএফএ প্রজেক্টের অধীনে রয়েছে এই মন্দির।
advertisement
advertisement
advertisement