Panagarh Accident Case: পানাগড়ের তরুণী মৃত্যুর ঘটনায় কারা গোপন জবানবন্দি দিল জানেন! এবার সুতন্দ্রার মায়েরও অন্য 'সন্দেহ'! গাড়ির ভিতরে কী ঘটেছিল?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Panagarh Accident Case: অনিচ্ছাকৃত খুনের অভিযোগে সুতন্দ্রার মৃত্যুর তদন্ত করছে পুলিশ। কিন্তু তদন্ত কতদূর এগোল, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
এরই মধ্যে বুধবার সুতন্দ্রার গাড়িতে থাকা তিন আরোহীর গোপন জবানবন্দিও নেওয়া হয় পুলিশের তরফে। তারপরেও একের পর এক প্রশ্ন উঠছে। যদিও এখনও প্রশ্ন উঠছে, শুধুই কি রেষারেষির বলি সুতন্দ্রা? রেষারেষির কারণ কি শুধুই গাড়িতে ধাক্কা লাগা? কেন বাবলু যাদবের গাড়িকে ধাওয়া করেছিল সুতন্দ্রাদের গাড়ি? যে প্রশ্নগুলির উত্তর এখনও অধরা।
advertisement
advertisement
এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন সুতন্দ্রার মা। শেষমেশ পুলিশের তদন্তের উপর ভরসা করছেন পানাগড় কাণ্ডে মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। এখন সন্দেহের তালিকায় রাখছেন সেদিন সুতন্দ্রার গাড়ির চালক ও গাড়িতে সঙ্গে থাকা বন্ধুদেরও। মৃত তরুণীর মা তনুশ্রী চট্টোপাধ্যায় বলেন, ”কিছু একটা গোপন করা হচ্ছে। কে করছে, কেন করেছে, বলতে পারব না। আমি কনফিউজড।”
advertisement
advertisement
advertisement