Operation Sindoor: লিথোগ্রাফিতে ফুটে উঠল 'অপারেশন সিন্দুর'! ভারত পাক যুদ্ধ পরিস্থিতি শিল্পীর চোখে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Operation Sindoor: পেহেলগাঁও ঘটনার ঠিক প্রায় ১৫ দিনের মাথায় তার পাল্টা প্রত্যাঘাত হানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বেশ কিছু সন্ত্রাস ঘাঁটিতে, সেই ঘটনাকে সামনে রেখে শিল্পী সুরজিৎ অধিকারীর রঙ তুলিতে ফুটো উঠলো বিশেষ চিত্র
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
একই সঙ্গে ম্যাপটির মাধ্যমে দেখান হয়েছে বিশ্বশক্তির একত্রিত হয়ে সে সমস্ত রক্তচক্ষুকে অবহেলা করে মিসাইল তাদের টার্গেট আনতে সফল এবং এই রক্ত সে সমস্ত নিরীহ ভারতবাসী যারা সেদিন সামনে থেকে দেখেছিলাম। তাদের প্রিয়জনকে মারা যেতে হাওড়ার বাগনানের চিত্রশিল্পী সুরজিৎ এর আগেও বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে তার ছবি হয়ে ওঠে প্রতিবাদের মূল ভাষা। এবারও তার শিল্পকর্ম যেন প্রতিবাদের ভাষা হিসেবে জেগে উঠেছে "battlefield" ("যুদ্ধ ভুমি")
