• বরাবরের ইচ্ছে ছিল একসঙ্গে চলে যাওয়ার ৷ এত বছর পর স্বামীকে ছাড়া দুর্বসহ দিন অতিবাহিত করতে হবে, এই ভয় ছিল স্ত্রীর মনে ৷ কিন্তু সেই যন্ত্রণার দিন দেখতে হল না হাবড়ার ভারতীনগর কলোনি এলাকার বাসিন্দা নিরুপমাদেবী কে (৬৩) ৷ শনিবার স্বামী মণিমোহন মণ্ডলের (৭৩) মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই মারা যান নিরুপমাদেবী ৷ নিজস্ব চিত্র ৷