Knowledge Story: বোটানিক্যাল গার্ডেনের বুড়ো বটগাছের আসল বয়স কত জানেন? চমকে দেওয়া তথ্য প্রকাশ্যে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Knowledge Story: হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যানের অন্যতম আকর্ষণ হল প্রাচীন বটগাছ...
*হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদ উদ্যানের অন্যতম আকর্ষণ প্রাচীন বটগাছ। এই গাছে প্রায় ২৭০ বছরের পুরনো। বহু ঝড়-ঝঞ্জা বহু ইতিহাসের সাক্ষী। ফাইল ছবি।
advertisement
*আচার্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্যানের দ্বিতীয় প্রবেশ দ্বার হয়ে গার্ডেনের দক্ষিণ দিকে কয়েক মিনিট এগিয়ে গেলে চোখে পড়বে প্রকাণ্ড এই গাছটি। ফাইল ছবি।
advertisement
*বিশাল আকৃতির এই বট গাছ দর্শকদের আকৃষ্ট করে ভীষণ ভাবে। এই গাছ ৪.৮৫ একর জায়গা জুড়ে রয়েছে। প্রায় ৪২০০ রুট রয়েছে এই গাছে। গাছটি উচ্চতার দিক থেকে প্রায় ২৫-২৬ মিটার। ফাইল ছবি।
advertisement
*বিশাল আকৃতি গাছটা ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করে চলেছে। তবে প্রধান কাণ্ডটি যে স্থানে ছিল সেখানে কংক্রিটের একটি বেদী স্থাপন করা রয়েছে। ফাইল ছবি।
advertisement