'ইতি তোমার মা'...বেদনায় ভাসল কেশবগঞ্জ বারোয়ারি! মণ্ডপে মণ্ডপে সন্তানের কাছে নীরব চিঠি, কী লেখা তাতে?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sayani Sarkar
Last Updated:
ইতি তোমার মা...প্রতিটি সন্তানের কাছে তাঁর জন্মদাত্রী মায়ের লেখা এক নীরব চিঠি। যে চিঠিতে নেই কোনো অভিযোগ, আছে শুধু অপার স্নেহ আর অব্যক্ত বেদনা।'মা' এই অক্ষরের মাঝে লুকিয়ে আছে সীমাহীন ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা আর অফুরন্ত মমতার আধার।
advertisement
যে মা আমাদের জীবনের প্রথম শ্বাস, প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক। তিনি নীরবে আমাদের পৃথিবীর আলো দেখান, নিজের সবটুকু দিয়ে সন্তানকে বড় করে তোলেন। তিনি কখনও আমাদের সাফল্যের অংশীদার হতে চান না, শুধু চান সন্তানের একটু হাসি, একটু শান্তি।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন সন্তানের জীবনে আসে নতুন দিগন্ত, যখন তারা ব্যস্ত হয়ে ওঠে নিজেদের পৃথিবী গোছাতে, তখন সেই মা ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েন। তাঁর হাতের লাঠিটি বদলে যায় একাকীত্বের ভারে, আর চিরচেনা বাড়িটি হয়ে ওঠে অচেনা।
advertisement
কিন্তু অনেকেরই শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম।যেখানে দিনের পর দিন সন্তানকে দেখার জন্য অপেক্ষা করে দুটি শ্রান্ত চোখ, যার ঠিকানা হয়তো আর কোনওদিন ফেরে না।কেশবগঞ্জ বারোয়ারির এবছরের থিম 'ইতি তোমার মা'।মণ্ডপ সজ্জার প্রতিটি ফ্রেমে, প্রতিমার বিষণ্ণ চাহনিতে ফুটে উঠেছে মা ও সন্তানের সম্পর্কের সেই ভঙ্গুর দিকটি।
advertisement
কেশবগঞ্জ বারোয়ারি পুজো ৬৩ বছরে পদার্পণ করেছে,তাদের এবারের থিম ইতি তোমার মা। পুজো কমিটি উদ্যোক্তারা জানান,জন্মদাত্রী মায়ের কষ্ট, মা ও সন্তানের সম্পর্ক এবং বর্তমান প্রজন্মের কাছে শেষ বয়সে মা কিভাবে অবহেলিত হচ্ছেন, তাঁর ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম - সেই চিত্র তুলে ধরেছি আমরা এই মন্ডপ সজ্জার বিভিন্ন আঙ্গিকে। মন্ডপ সজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমাও।
advertisement