River Erosion: টানা বৃষ্টি...! ভয়ঙ্কর অবস্থা, নদীপাড় ভাঙছে হুড়মুড়িয়ে, ছবি দেখলেই গায়ে কাঁটা দেবে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
River Erosion: টানা ধাক্কা দিয়ে নেমে আসা বর্ষণে সন্দেশখালির ডাসা নদীর তীর মানুষের চোখের সামনে হুমড়ি হয়ে ভেঙে পড়ছে।
টানা ধাক্কা দিয়ে নেমে আসা বর্ষণে সন্দেশখালির ডাসা নদীর তীর মানুষের চোখের সামনে হুমড়ি হয়ে ভেঙে পড়ছে। বিশেষ করে ঢোলখালি এলাকায় প্রায় প্রতিদিনই নদীর পাড় থেকে মাটি ভেঙে পড়ছে। অনবরত বর্ষার জল মাটির ভেতর জমে গিয়ে তা সম্পূর্ণ শক্তিশীলতা হারাচ্ছে, স্থানীয়রা ভয় পাচ্ছেন, এর ফলে শুধু ঘরেই নয়, কৃষিজমি ও রাস্তাঘাট পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়বে।
advertisement
advertisement
advertisement
প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবনের রায়মঙ্গল নদীর বাঁধের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সেচ দফতর সতর্কতার সঙ্গে ইছামতি, কালিন্দী ও অন্যান্য নদীর বাঁধ মনিটর করছে। প্রতিটি নদীর বাঁধের মাটির স্খলন নিয়ে নজরদারি চালানো হচ্ছে, যাতে বর্ষার মাঝেই সেগুলো দুর্বল না হয়ে পড়ে। এই কাজটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উন্নয়ন হিসেবে বিবেচিত হচ্ছে।
advertisement
advertisement