হালিশহর-কাঁচরাপাড়ার মুকুটে নয়া পালক! বিশেষ স্বীকৃতি দিল কেন্দ্রীয় স্বচ্ছ ভারত মিশন দফতর
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Subhajit Sarkar
Last Updated:
ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার পেল এই বিশেষ স্বীকৃতি
advertisement
শহর দু'টিকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার জন্য পৌরসভাগুলির পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। হালিশহরে তৈরি হয়েছে আধুনিক শৌচাগার ও পাবলিক টয়লেট। শহর সাজানোর জন্য নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, আমরা হালিশহরকে সুন্দর করে সাজাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। স্বচ্ছ ভারত মিশনের প্রতিনিধিরা তা দেখে খুশি হয়েছেন এবং আমাদের এই সার্টিফিকেট দিয়েছেন। (ছবি ও তথ্যঃ শুভজিৎ সরকার)
advertisement
অন্যদিকে রেলশহর কাঁচরাপাড়াতেও পৌরসভার উদ্যোগে বড় পরিবর্তন এসেছে। স্টেশন থেকে গান্ধী মোড় পর্যন্ত বাজার অঞ্চলকে সুন্দর করে সাজানো হচ্ছে। শৌচাগার নির্মাণ, পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা ও সচেতনতামূলক বোর্ড লাগানো হয়েছে। কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী বলেন, এই সার্টিফিকেট আমাদের কাছে অত্যন্ত সম্মানের। (ছবি ও তথ্যঃ শুভজিৎ সরকার)
advertisement
advertisement