ত্রিপলটুকুই ভরসা! প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অসহায় মায়ের লড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন BDO

Last Updated:
North 24 Parganas News: রেললাইন পার্শ্ববর্তী এলাকায় ত্রিপল টাঙিয়ে জীবনযুদ্ধ চলছে মা ও তাঁর প্রতিবন্ধী সন্তানের
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ বৃষ্টি হলে সারারাত ভিজতে হয়। রেললাইন পার্শ্ববর্তী এলাকায় ত্রিপল টাঙিয়ে জীবনযুদ্ধ চলছে মা ও তাঁর প্রতিবন্ধী সন্তানের।
<strong>উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ</strong> বৃষ্টি হলে সারারাত ভিজতে হয়। রেললাইন পার্শ্ববর্তী এলাকায় ত্রিপল টাঙিয়ে জীবনযুদ্ধ চলছে মা ও তাঁর প্রতিবন্ধী সন্তানের।
advertisement
2/6
বামনগাছিতে অসহায় সেই মা-ছেলের পাশে দাঁড়ালেন বিডিও। জানা গিয়েছে, ছেলের চিকিৎসার খরচ জোগাতে দমদম মধুকরের ভিটেবাড়ি বিক্রি করে কয়েক বছর আগে ছেলেকে নিয়ে বামনগাছি রেল কোয়ার্টারের পাশে এক পরিত্যক্ত জায়গায় আশ্রয় নেন এই অসহায় মা। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
বামনগাছিতে অসহায় সেই মা-ছেলের পাশে দাঁড়ালেন বিডিও। জানা গিয়েছে, ছেলের চিকিৎসার খরচ জোগাতে দমদম মধুকরের ভিটেবাড়ি বিক্রি করে কয়েক বছর আগে ছেলেকে নিয়ে বামনগাছি রেল কোয়ার্টারের পাশে এক পরিত্যক্ত জায়গায় আশ্রয় নেন এই অসহায় মা। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
3/6
মাথা গোঁজার ঠাঁই বলতে প্লাস্টিক খাটিয়ে তৈরি করা একটি অস্থায়ী ঘর। এটিই তাঁদের একমাত্র ভরসা। কিন্তু সেই জায়গা খালি করার জন্য সম্প্রতি রেল দফতরের তরফে নোটিস দেওয়া হয়েছে। প্রতিবন্ধী সন্তানকে নিয়ে কোথায় যাবেন? তা বুঝে উঠতে পারছিলেন না ওই মা। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
মাথা গোঁজার ঠাঁই বলতে প্লাস্টিক খাটিয়ে তৈরি করা একটি অস্থায়ী ঘর। এটিই তাঁদের একমাত্র ভরসা। কিন্তু সেই জায়গা খালি করার জন্য সম্প্রতি রেল দফতরের তরফে নোটিস দেওয়া হয়েছে। প্রতিবন্ধী সন্তানকে নিয়ে কোথায় যাবেন? তা বুঝে উঠতে পারছিলেন না ওই মা। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
4/6
অবশেষে তাঁদের এই অবস্থার কথা স্থানীয় প্রশাসনের কাছে পৌছয়। বারাসাত ব্লক ওয়ান বিডিও অফিসে গিয়ে নিজেদের এই করুণ পরিস্থিতির কথা জানিয়ে সাহায্য চান অসহায় বৃদ্ধা। বিডিও রাজীব দত্ত চৌধুরী ওই মায়ের সমস্ত কথা জেনে ও তাঁদের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে পাশে থাকার আশ্বাস দেন। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
অবশেষে তাঁদের এই অবস্থার কথা স্থানীয় প্রশাসনের কাছে পৌছয়। বারাসাত ব্লক ওয়ান বিডিও অফিসে গিয়ে নিজেদের এই করুণ পরিস্থিতির কথা জানিয়ে সাহায্য চান অসহায় বৃদ্ধা। বিডিও রাজীব দত্ত চৌধুরী ওই মায়ের সমস্ত কথা জেনে ও তাঁদের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে পাশে থাকার আশ্বাস দেন। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
5/6
তিনি স্বয়ং পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানান। প্রতিশ্রুতি মতো এদিন তিনি রেললাইন পার্শ্ববর্তী মা-ছেলের ওই অস্থায়ী ত্রিপলে ঘেরা ঘরে পৌঁছন। পরিদর্শনের পর জানান, দ্রুত বিডিও অফিসে আবেদন জমা দেওয়ার কথা। তাঁদের জন্য সরকারি আবাসের ব্যবস্থা করা হবে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
তিনি স্বয়ং পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানান। প্রতিশ্রুতি মতো এদিন তিনি রেললাইন পার্শ্ববর্তী মা-ছেলের ওই অস্থায়ী ত্রিপলে ঘেরা ঘরে পৌঁছন। পরিদর্শনের পর জানান, দ্রুত বিডিও অফিসে আবেদন জমা দেওয়ার কথা। তাঁদের জন্য সরকারি আবাসের ব্যবস্থা করা হবে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
6/6
পাশাপাশি খাদ্যসামগ্রী ও চিকিৎসার দিক থেকেও সাহায্য করার আশ্বাস দেন প্রশাসনের এই আধিকারিক। প্রশাসনের তরফ থেকে এমন আশ্বাস পেয়ে যেন কিছুটা হলেও আশার আলো দেখছেন অসহায় এই মা ও তাঁর প্রতিবন্ধী সন্তান। স্থানীয় বাসিন্দাদের মতে, অসহায় মা-ছেলের পাশে এভাবে দাঁড়িয়ে যেন মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন বিডিও সহ স্থানীয় প্রশাসন। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
পাশাপাশি খাদ্যসামগ্রী ও চিকিৎসার দিক থেকেও সাহায্য করার আশ্বাস দেন প্রশাসনের এই আধিকারিক। প্রশাসনের তরফ থেকে এমন আশ্বাস পেয়ে যেন কিছুটা হলেও আশার আলো দেখছেন অসহায় এই মা ও তাঁর প্রতিবন্ধী সন্তান। স্থানীয় বাসিন্দাদের মতে, অসহায় মা-ছেলের পাশে এভাবে দাঁড়িয়ে যেন মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন বিডিও সহ স্থানীয় প্রশাসন। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
advertisement
advertisement