লাভের আশায় ধারের টাকায় করেছিলেন চাষ মাছ! ঘটে গেল ছোট্ট এক ঘটনা, মাথায় পড়ল কাদিরুলের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়ে মাথায় হাত মাছ চাষি কাদিরুল ইসলাম-এর। নিজের পুকুর না থাকায় অন্যের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করেন তিনি।
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার নিশ্চিন্তপুর এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। চুরি করে মাছ ধরতে বারণ করায় এক মাছ চাষির পুকুরে বিষ ঢেলে দিল দুষ্কৃতিরা। মুহূর্তের মধ্যে পুকুর ভরে গেল মৃত মাছের স্তূপে। কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়ে মাথায় হাত মাছ চাষি কাদিরুল ইসলাম-এর। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই জীবিকার একমাত্র ভরসা হিসেবে মাছ চাষ করে আসছিলেন কাদিরুল ইসলাম। নিজের পুকুর না থাকায় অন্যের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করেন তিনি। অভিযোগ, সম্প্রতি গ্রামেরই এক যুবক কামাল উদ্দিন প্রায়ই তার পুকুর থেকে ছিপ ফেলে মাছ চুরি করত। কাদিরুল যখন এই চুরির প্রতিবাদ করেন এবং গ্রামবাসীদের জানান, তখনই শুরু হয় বিবাদ।
advertisement
কথা কাটাকাটির মধ্যেই কামাল উদ্দিন নাকি হুমকি দেয় কাদিরুলকে মারধর করার এবং তার চাষ নষ্ট করে দেওয়ার। ঠিক সেই আশঙ্কাই সত্যি হল রাতে। অন্ধকারের সুযোগ নিয়ে কেউ বা কারা কাদিরুলের পুকুরে বিষ ঢেলে দেয়। সকালে উঠে দেখা যায়—পুকুরের জলজুড়ে মৃত মাছের ভেসে ওঠা। চোখের সামনে নিজের পরিশ্রমের ফসল ধ্বংস হতে দেখে বাকরুদ্ধ কাদিরুল ও তার পরিবার।
advertisement
কাদিরুলের অভিযোগ, এই চাষের জন্য তিনি গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। সেই মাছ বিক্রির টাকাতেই তিনি ধার শোধ করতেন এবং সংসার চালাতেন। কিন্তু এখন তার সব স্বপ্ন ভেসে গেছে পুকুরের জলে। চোখে জল নিয়ে তিনি বলেন, “এই মাছগুলোই ছিল আমার আশা। এখন আমি কীভাবে টাকাগুলো শোধ করব, বুঝে উঠতে পারছি না।”
advertisement
advertisement