Weather Forecast: ২ জানুয়ারি সকাল থেকে আরও শীতে কাঁপবে বাংলা? কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? আবহাওয়ার বড় আপডেট

Last Updated:
Weather Forecast: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনে শীত খুব বেশি বাড়বে না, বরং তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত মিলছে।
1/6
*বছরের প্রথম দিন (বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬) বাঁকুড়ায় আকাশে হালকা ধোঁয়াটে/হেজি রোদ দেখা যাচ্ছে। সকাল-বেলা তুলনামূলক নরম রোদ থাকলেও শীতের ছোঁয়া টের পাওয়া যাচ্ছে। এখনকার পরিস্থিতিতে তাপমাত্রা প্রায় ২১°C-এর আশেপাশে ঘোরাফেরা করছে।
*বছরের প্রথম দিন (বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬) বাঁকুড়ায় আকাশে হালকা ধোঁয়াটে/হেজি রোদ দেখা যাচ্ছে। সকাল-বেলা তুলনামূলক নরম রোদ থাকলেও শীতের ছোঁয়া টের পাওয়া যাচ্ছে। এখনকার পরিস্থিতিতে তাপমাত্রা প্রায় ২১°C-এর আশেপাশে ঘোরাফেরা করছে।
advertisement
2/6
*আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫°C এবং সর্বনিম্ন ১২°C থাকার সম্ভাবনা। অর্থাৎ দুপুরে আরামদায়ক আবহাওয়া থাকলেও ভোর ও রাতের দিকে ঠান্ডা বেশি অনুভূত হবে। যারা সকালে বেরোবেন, তাদের হালকা শীতের পোশাক সঙ্গে রাখাই ভাল।
*আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫°C এবং সর্বনিম্ন ১২°C থাকার সম্ভাবনা। অর্থাৎ দুপুরে আরামদায়ক আবহাওয়া থাকলেও ভোর ও রাতের দিকে ঠান্ডা বেশি অনুভূত হবে। যারা সকালে বেরোবেন, তাদের হালকা শীতের পোশাক সঙ্গে রাখাই ভাল।
advertisement
3/6
*আজকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এয়ার কোয়ালিটি—পূর্বাভাস অনুযায়ী বাতাসের মান “খুবই অস্বাস্থ্যকর (Very Unhealthy)” স্তরে থাকতে পারে। শ্বাসকষ্ট, অ্যালার্জি বা বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা জরুরি—অপ্রয়োজনে দীর্ঘক্ষণ বাইরে থাকা এড়ান ভাল।
*আজকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এয়ার কোয়ালিটি—পূর্বাভাস অনুযায়ী বাতাসের মান “খুবই অস্বাস্থ্যকর (Very Unhealthy)” স্তরে থাকতে পারে। শ্বাসকষ্ট, অ্যালার্জি বা বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা জরুরি—অপ্রয়োজনে দীর্ঘক্ষণ বাইরে থাকা এড়ান ভাল।
advertisement
4/6
*আগামিকাল (শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬): আবহাওয়া থাকবে ঝলমলে, রোদের সম্ভাবনা। আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা ২৫°C এবং সর্বনিম্ন ১৩°C—আজকের তুলনায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
*আগামিকাল (শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬): আবহাওয়া থাকবে ঝলমলে, রোদের সম্ভাবনা। আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা ২৫°C এবং সর্বনিম্ন ১৩°C—আজকের তুলনায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
advertisement
5/6
*তাহলে ঠান্ডা বাড়বে না কমবে? এই দুই দিনের তুলনায় বলা যায়—ঠান্ডা সামান্য কমতে পারে, কারণ সর্বনিম্ন তাপমাত্রা ১২°C থেকে ১৩°C হতে পারে। তবে পার্থক্য খুব বেশি নয়, তাই রাত-ভোরে শীতের অনুভূতি বজায় থাকবে।
*তাহলে ঠান্ডা বাড়বে না কমবে? এই দুই দিনের তুলনায় বলা যায়—ঠান্ডা সামান্য কমতে পারে, কারণ সর্বনিম্ন তাপমাত্রা ১২°C থেকে ১৩°C হতে পারে। তবে পার্থক্য খুব বেশি নয়, তাই রাত-ভোরে শীতের অনুভূতি বজায় থাকবে।
advertisement
6/6
*সার্বিকভাবে বছরের প্রথম দু-দিনে বাঁকুড়ায় থাকবে শীতের আরামদায়ক রোদ, কিন্তু রাত-সকালে ঠান্ডা এবং খারাপ বায়ুমান—এই দু’টি দিকই নজরে রাখা জরুরি। শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টের রোগীরা মাস্ক ব্যবহার করলে সুবিধা হবে, আর সকালে হাঁটা/ব্যায়াম সম্ভব হলে রোদের সময়টাতেই করা ভাল।
*সার্বিকভাবে বছরের প্রথম দু-দিনে বাঁকুড়ায় থাকবে শীতের আরামদায়ক রোদ, কিন্তু রাত-সকালে ঠান্ডা এবং খারাপ বায়ুমান—এই দু’টি দিকই নজরে রাখা জরুরি। শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টের রোগীরা মাস্ক ব্যবহার করলে সুবিধা হবে, আর সকালে হাঁটা/ব্যায়াম সম্ভব হলে রোদের সময়টাতেই করা ভাল।
advertisement
advertisement
advertisement