New Pet Rules: বাড়িতে বিদেশি কুকুর পোষেন? এবার লাইসেন্স বাধ্যতামূলক, নয়া নির্দেশিকা হাওড়া পুরসভার
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
New Pet Rules: বিদেশি কুকুর রাখার নতুন নিয়ম হাওড়া পুরসভার, কলকাতার পর হাওড়াতেও চালু হল, বাড়িতে বিদেশি কুকুর রাখলে পুরসভার অনুমতিতে লাইসেন্স তৈরি করতে হবে
advertisement
advertisement
এতদিন কলকাতা পৌরসভা এলাকায় বিদেশি কুকুর রাখতে হলে পুরসভার অনুমতি বা লাইসেন্স নিতে হতো। সেই পথেই হাওড়া পৌরসভা, বাড়িতে বিদেশি কুকুর রাখতে হলে নিতে হবে হাওড়া পৌরসভার অনুমতি বা লাইসেন্স। এখন শুধুমাত্র বিদেশি কুকুর পোষার ক্ষেত্রে এই নির্দেশিকা। লাইসেন্স করতে বাৎসরিক ১৫০ টাকা মূল্য ধার্য করা হয়েছে।
advertisement
advertisement
পরবর্তী সময়ে বিদেশি পাখি পোষার ক্ষেত্রেও মানুষকে লাইসেন্স নিতে হবে পুরসভার পক্ষ থেকে, সেই নিয়ম চালু করা হবে। তিনি আরও জানান, হাওড়া পুরসভা এলাকার একাংশের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই নিয়ম চালু করতে, সেই দাবিকে মান্যতা দিয়ে হাওড়া পুরসভার এই সিদ্ধান্ত। লাইসেন্স পেতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। (তথ্য-রাকেশ মাইতি)