উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী! এতদিন ঘুরপথে হত চলাচল, অবশেষে নতুন সেতুতে হাসি ফুটল যাত্রীদের

Last Updated:
New Bridge : পুজোর আগে বারুইপুর কুল্পী রোডের ওপরে সূর্যপুর সেতুর ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
1/6
অবশেষে চালু হল নতুন করে নির্মিত বারুইপুরের সূর্যপুর সেতু। পুজোর আগে বারুইপুর কুল্পী রোডের উপরে সূর্য্যপুর ব্রীজ উদ্বোধন করলেন ভার্চুয়ালের মাধ্যমে মুখ্যমন্ত্রী খুশি এলাকাবাসী থেকে গাড়ি চালকরা।
অবশেষে চালু হল নতুন করে নির্মিত বারুইপুরের সূর্যপুর সেতু। পুজোর আগে বারুইপুর কুল্পী রোডের ওপরে সূর্যপুর ব্রিজ ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। খুশি এলাকাবাসী থেকে গাড়ি চালকরা। <strong>(ছবি ও তথ্য - সুমন সাহা)</strong>
advertisement
2/6
বারুইপুর কুলপী রোডে দীর্ঘদিন চলাচলের অযোগ্য ছিল এই সূর্যপুর ব্রিজটি। সেচ দফতরের প্রচেষ্টায় আড়াই বছর কাজ করার পর ,আট কোটি টাকা ব্যায়ে নির্মিত হলো সূর্যপুর সেতু।
বারুইপুর কুলপী রোডে দীর্ঘদিন চলাচলের অযোগ্য ছিল এই সূর্যপুর ব্রিজটি। সেচ দফতরের প্রচেষ্টায় আড়াই বছর কাজ করার পর ,আট কোটি টাকা ব্যায়ে নির্মিত হল সূর্যপুর সেতু। <strong>(ছবি ও তথ্য - সুমন সাহা)</strong>
advertisement
3/6
মথুরাপুরে সংযোগকারী রাস্তায় সূর্যপুর খালের উপর অবস্থিত প্রায় ২১ মিটার দীর্ঘ ও ১৬ মিটার চওড়া এই সেতু সড়ক যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।এই ব্রিজটি উদ্বোধন হওয়ার পর বারুইপুর থেকে জয়নগর, লক্ষীকান্তপুর, কুলপী, নামখানা যাওয়া আরো সহজ হয়ে গেলো।
মথুরাপুরে সংযোগকারী রাস্তায় সূর্যপুর খালের উপর অবস্থিত প্রায় ২১ মিটার দীর্ঘ ও ১৬ মিটার চওড়া এই সেতু সড়ক যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।এই ব্রিজটি উদ্বোধন হওয়ার পর বারুইপুর থেকে জয়নগর, লক্ষীকান্তপুর, কুলপী, নামখানা যাওয়া আরও সহজ হয়ে গেল। <strong>(ছবি ও তথ্য - সুমন সাহা)</strong>
advertisement
4/6
এই সেতু সড়ক যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এত দিন সেতুটি বেশ সঙ্কীর্ণ ছিল। দীর্ঘ দিন ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়েছিল। বছর কয়েক আগে সেতুটি ভেঙে নতুন করে তৈরির কাজ শুরু হয়।
এই সেতু সড়ক যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এত দিন সেতুটি বেশ সঙ্কীর্ণ ছিল। দীর্ঘ দিন ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়েছিল। বছর কয়েক আগে সেতুটি ভেঙে নতুন করে তৈরির কাজ শুরু হয়। <strong>(ছবি ও তথ্য - সুমন সাহা)</strong>
advertisement
5/6
দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়েছিল। বছর কয়েক আগে সেতুটি ভেঙে নতুন করে তৈরির কাজ শুরু হয়। বিভিন্ন ধরনের টানবাহল ক্ষেত্রে সেতুটি কাজ থমকে গেছিল আর যার জেরে এলাকার মানুষ ক্ষোভপ্রকাশ করেছিল।
দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়েছিল। বছর কয়েক আগে সেতুটি ভেঙে নতুন করে তৈরির কাজ শুরু হয়। বিভিন্ন ধরনের টালবাহানার কারণে সেতুটির কাজ থমকে গিয়েছিল। আর যার জেরে এলাকার মানুষ ক্ষোভপ্রকাশ করেছিলেন। <strong>(ছবি ও তথ্য - সুমন সাহা)</strong>
advertisement
6/6
দীর্ঘদিন সাধারণ মানুষ থেকে গাড়ি চালক দের যাতায়াতের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছিল কারণ এই বৃষ্টি ভাঙার কারণে অনেকটা ঘুরে যাতায়াত করতে হচ্ছিল সেই সমস্যা আজ থেকেই মিটে গেল। আর তাই পূজার আগে হাসি ফুটলো এলাকা বাসীর মুখে।
দীর্ঘদিন সাধারণ মানুষ থেকে গাড়ি চালকদের যাতায়াতের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছিল। কারণ এই বৃষ্টি ভাঙার কারণে অনেকটা ঘুরে যাতায়াত করতে হচ্ছিল। সেই সমস্যা মিটে গেল। আর তাই পুজোর আগে হাসি ফুটল এলাকাবাসীর মুখে। <strong>(ছবি ও তথ্য - সুমন সাহা)</strong>
advertisement
advertisement
advertisement