টাকা নয়, মনই বড়! বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে জলপাইগুড়ির একদল যুবক যা করলেন, জানলে স্যালুট করবেন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: শুধু অর্থ কিংবা কেনা সামগ্রী দিয়ে নয়, এভাবেও পাশে থাকা যায়! কথায় বলে, বড় মানুষ হতে টাকা নয়, দরকার বড় মনের। সেই কথাকেই যেন বাস্তবের রূপ দিলেন আমগুড়ি ক্ষৌরকার সমিতির সদস্যরা।
ক্ষুর, কাঁচি নিয়ে গ্রামে হাজির। শুধু অর্থ কিংবা কেনা সামগ্রী দিয়ে নয়, এভাবেও যে পাশে থাকা যায় তা প্রমাণ করে দিলেন কিছু মানুষ। কথায় বলে, বড় মানুষ হতে টাকা নয়, দরকার বড় মনের। সেই কথাকেই যেন বাস্তবের রূপ দিলেন জলপাইগুড়ির অন্তর্গত আমগুড়ি ক্ষৌরকার সমিতির সদস্যরা। ক্ষুর-কাঁচি নিয়ে একেবারে অন্যরকমভাবে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ালেন তাঁরা। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
advertisement
advertisement
advertisement