Netaji Birth Anniversary: নেতাজী এসে বসেছিলেন এই চেয়ারে, আজও সযত্নে সেই স্মৃতি লালন করছেন, রইল ফটো

Last Updated:
Netaji Birth Anniversary: বাঁকুড়ার এই চেয়ারের গল্প জানলে অবাক হবেন! রয়েছে ৯০ বছরের বৃদ্ধের কাছে,বছরের মাত্র তিনটে দিন এই ঐতিহাসিক বিশেষ চেয়ার সূর্যের আলো দেখতে পায়।
1/6
বাঁকুড়ায় রয়েছে একটি কাঠের চেয়ার। এই চেয়ারে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
বাঁকুড়ায় রয়েছে একটি কাঠের চেয়ার। এই চেয়ারে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
advertisement
2/6
১৯৪০ সাল থেকে ৯০ বছরের বৃদ্ধ নিরঞ্জন কর্মকার মহাশয় বুকে করে আগলে রেখেছেন একটি কাঠের চেয়ার।
১৯৪০ সাল থেকে ৯০ বছরের বৃদ্ধ নিরঞ্জন কর্মকার মহাশয় বুকে করে আগলে রেখেছেন একটি কাঠের চেয়ার।
advertisement
3/6
প্রতি বছর স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন পুজো করা হয় এই চেয়ারকে। ক্ষনিকের জন্য বসেছিলেন নেতাজি।
প্রতি বছর স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন পুজো করা হয় এই চেয়ারকে। ক্ষনিকের জন্য বসেছিলেন নেতাজি।
advertisement
4/6
বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির দেশুরিয়ায় নিরঞ্জন কর্মকারের বাড়িতে পাওয়া যাবে এই ঐতিহাসিক চেয়ার।
বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির দেশুরিয়ায় নিরঞ্জন কর্মকারের বাড়িতে পাওয়া যাবে এই ঐতিহাসিক চেয়ার।
advertisement
5/6
নিরঞ্জন কর্মকার জানান
নিরঞ্জন কর্মকার জানান
advertisement
6/6
নিজের চোখেই প্রত্যক্ষ করুন বাঁকুড়ার এই ঐতিহাসিক চেয়ার।
নিজের চোখেই প্রত্যক্ষ করুন বাঁকুড়ার এই ঐতিহাসিক চেয়ার।
advertisement
advertisement
advertisement