যোগাসনে আসানসোলের জয়জয়কার, এবার গন্তব্য মালয়েশিয়া

Last Updated:
গত ১৩ এবং ১৪ আগস্ট কেরালাতে আয়োজিত হয়েছিল ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫। সেখানে পশ্চিম বর্ধমান থেকে আট জন অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাঁচটি সোনা, দুটি রূপো পেয়েছে। বাকিরা চতুর্থ হয়েছে। সাফল্যের মধ্যে বেশিরভাগই আসানসোলের
1/6
কেরালাতে আয়োজিত হয়েছিল ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫। সেখানে পাঁচটি সোনার পদক ছিনিয়ে নিয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চার এবং দুর্গাপুরের এক প্রতিযোগী। মাত্র ১২ বছর বয়সী পৌষালী ধীবর আর্টিস্টিকে চতুর্থ হয়ে ব্রোঞ্জ এবং ট্র্যাডিশনালে প্রথম হয়ে সোনা পেয়েছে। তার বাবা পেশায় একটি বেসরকারি সংস্থায় স্বল্প বেতনের চাকরি করেন। পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়, তবুও তার এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তি সবচেয়ে জোরের জায়গা।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]
advertisement
2/6
ছোট থেকেই ইচ্ছে ছিল যোগা নিয়ে এগিয়ে যাওয়ার। তাই বাড়ি থেকে প্রত্যেককেই যোগার ক্লাসে ভর্তি করে দেয়। শুরু হয় তালিম নেওয়া। আসতে আসতে আসে সাফল্য। এরা প্রত্যেকেই সকাল এবং বিকেলে নিয়ম করে এই যোগা অভ্যাস করে। এই বয়সেই নিরলস এক সাধনা। আসানসোলের এই চার যোগা শিক্ষার্থীর গুরু বা শিক্ষক হলেন রবি বিশ্বাস। তিনি দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ দিয়ে আসছেন।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]
advertisement
3/6
গত ১৩ এবং ১৪ তারিখ কেরালাতে আয়োজিত হয়েছিল ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫। সেখানে পশ্চিম বর্ধমান থেকে আট জন অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে পাঁচটি সোনা, দুটি রূপো পেয়েছে। বাকিরা চতুর্থ হয়েছে। সাফল্যের মধ্যে বেশিরভাগই আসানসোলের। পুরস্কার পেয়ে নিজেদের বাবা-মায়ের সঙ্গে আনন্দের ভাগ করে নেয় জয়ীরা।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]
advertisement
4/6
১৩ ও ১৪ আগস্ট কেরালাতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর এই সফল প্রতিযোগিতা বাড়ি ফিরে এসেছে। এরপর ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্টস পশ্চিম বর্ধমান জেলা চ্যাপ্টার গত ২৮ আগস্ট, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে আসানসোল কফি হাউসে। সেখানে উপস্থিত ছিলেন যোগাসন বিচারক সোমরা চ্যাটার্জি, ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্টস পশ্চিম বর্ধমান জেলার জেনারেল সেক্রেটারি প্রীতম মণ্ডল সহ আরও অনেকে।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]
advertisement
5/6
প্রতিযোগিতায় জয়ী হয়ে এসে এদিন আসানসোল কফি হাউসে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ট্রফি, মেডেল এবং সার্টিফিকেট সকলকে দেখায় এই সফল প্রতিযোগিতা। স্বভাবিকভাবেই তাদের সাফল্যে খুশি আসানসোলের মানুষ।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]
advertisement
6/6
জাতীয় স্তরের প্রতিযোগিতায় এই সাফল্যের পর আগামীতে মালয়েশিয়ায় আন্তর্জাতিক পর্যায়ের একটি প্রতিযোগিতায় এরা অংশ নেবে। আগামি অক্টোবর মাসের ১৩ থেকে ১৫ তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আসানসোল থেকে চারজনই মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্টস পশ্চিম বর্ধমান জেলার সভাপতি রবি বিশ্বাস বলেন, এই বছর ১৯ টা রাজ্যের মধ্যে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। ছোট ছোট ছেলে মেয়েদের অভিভাবকদের বলব তাদেরকে যোগাসনের দিকে এগিয়ে নিয়ে আসুন। আমাদের সাহায্যের হাত সব সময় ওদের দিকে থাকবে।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]
advertisement
advertisement
advertisement