যোগাসনে আসানসোলের জয়জয়কার, এবার গন্তব্য মালয়েশিয়া
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
গত ১৩ এবং ১৪ আগস্ট কেরালাতে আয়োজিত হয়েছিল ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫। সেখানে পশ্চিম বর্ধমান থেকে আট জন অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাঁচটি সোনা, দুটি রূপো পেয়েছে। বাকিরা চতুর্থ হয়েছে। সাফল্যের মধ্যে বেশিরভাগই আসানসোলের
![কেরালাতে আয়োজিত হয়েছিল ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫। সেখানে পাঁচটি সোনার পদক ছিনিয়ে নিয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চার এবং দুর্গাপুরের এক প্রতিযোগী। মাত্র ১২ বছর বয়সী পৌষালী ধীবর আর্টিস্টিকে চতুর্থ হয়ে ব্রোঞ্জ এবং ট্র্যাডিশনালে প্রথম হয়ে সোনা পেয়েছে। তার বাবা পেশায় একটি বেসরকারি সংস্থায় স্বল্প বেতনের চাকরি করেন। পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়, তবুও তার এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তি সবচেয়ে জোরের জায়গা।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা] কেরালাতে আয়োজিত হয়েছিল ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫। সেখানে পাঁচটি সোনার পদক ছিনিয়ে নিয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চার এবং দুর্গাপুরের এক প্রতিযোগী। মাত্র ১২ বছর বয়সী পৌষালী ধীবর আর্টিস্টিকে চতুর্থ হয়ে ব্রোঞ্জ এবং ট্র্যাডিশনালে প্রথম হয়ে সোনা পেয়েছে। তার বাবা পেশায় একটি বেসরকারি সংস্থায় স্বল্প বেতনের চাকরি করেন। পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়, তবুও তার এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তি সবচেয়ে জোরের জায়গা।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5413901_20250828_162719_watermark_29082025_101008_1.jpg?impolicy=website&width=827&height=620)