National Highway: জাতীয় সড়কের নাম 'সোনালী চতুর্ভূজ', কারণ জানলে অবাক হবেন 

Last Updated:
National Highway- জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে। কোনও না কোনও কাজে আপনাকে যেতে হয় ন্যাশনাল হাইওয়ে দিয়ে। কিন্তু আপনি কোনওদিন ভেবে দেখেননি হয়তো যে এই ন্যাশনাল হাইওয়ে তৈরি করার আসল উদ্দেশ্য কী? এই জাতীয় সড়ক তৈরির পেছনে রয়েছে একটি ইতিহাস।
1/6
জাতীয় সড়কের রং সোনালী নয়, না আকৃতিতে চতুর্ভূজ। তবুও জাতীয় সড়ককে বলা হয় সোনালী চতুর্ভূজ। তবে এমন বলার কারণ কী? নেপথ্যে কারণ জানলে চমকে যাবেন। রেলপথ বা আকাশপথের পর এক গুরুত্বপূর্ণ পথ হল সড়কপথ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরকে এক করেছে জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে। দেশের বিভিন্ন রাজ্যে জালের মত বিস্তৃত এই পথ। বিভিন্ন মেট্রোপলিটন শহরকে এক করেছে জাতীয় সড়ক। তবে এমন নামকরণের মধ্যে রয়েছে যথার্থতা। জানুন বিস্তারিত।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
জাতীয় সড়কের রং সোনালী নয়, না আকৃতিতে চতুর্ভূজ। তবুও জাতীয় সড়ককে বলা হয় সোনালী চতুর্ভূজ। তবে এমন বলার কারণ কী? নেপথ্যে কারণ জানলে চমকে যাবেন। রেলপথ বা আকাশপথের পর এক গুরুত্বপূর্ণ পথ হল সড়কপথ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরকে এক করেছে জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে। দেশের বিভিন্ন রাজ্যে জালের মত বিস্তৃত এই পথ। বিভিন্ন মেট্রোপলিটন শহরকে এক করেছে জাতীয় সড়ক। তবে এমন নামকরণের মধ্যে রয়েছে যথার্থতা। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
শুধু রেলপথ কিংবা আকাশপথ নয়। সারাদেশের বিভিন্ন শহরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে সড়ক পথ। সেই সড়ক পথ বিভক্ত বেশ কয়েকটি ভাগে। যার মধ্যে অন্যতম জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারীর মধ্যে যেমন সংযোগ স্থাপন করেছে তেমনি বিভিন্ন রাজ্যের সঙ্গেও অন্য রাজ্যকে মিশিয়ে দিয়েছে।প্রতিদিন বেশ কয়েক লক্ষ যানবাহনের যাতায়াত এই জাতীয় সড়ক ধরে। উত্তরের সঙ্গে দক্ষিণের, পূর্বের সঙ্গে পশ্চিমের যোগাযোগ এই পথেই। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
শুধু রেলপথ কিংবা আকাশপথ নয়। সারা দেশের বিভিন্ন শহরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে সড়ক পথ। সেই সড়ক পথ বিভক্ত বেশ কয়েকটি ভাগে। যার মধ্যে অন্যতম জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারীর মধ্যে যেমন সংযোগ স্থাপন করেছে, তেমনই বিভিন্ন রাজ্যের সঙ্গেও অন্য রাজ্যকে মিশিয়ে দিয়েছে। প্রতিদিন বেশ কয়েক লক্ষ যানবাহনের যাতায়াত এই জাতীয় সড়ক ধরে। উত্তরের সঙ্গে দক্ষিণের, পূর্বের সঙ্গে পশ্চিমের যোগাযোগ এই পথেই। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
3/6
তবে জাতীয় সড়ক নির্মাণের ভাবনা শুরু হয়েছিল স্বাধীনতার পরবর্তী সময়ে। সেই ভাবনা বাস্তবায়িত হয়েছে আরও পরে। তবে জানেন এই জাতীয় সড়কেই বলা হয় সোনালী চতুর্ভুজ? কী এই সোনালী চতুর্ভুজ? এ বিষয়ে গবেষকদের বক্তব্য বা কী? শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র বলেন, অংকের ভাষায় চতুর্ভুজ মানে যার চারটি বাহু। কেন্দ্র সরকারের পরিকল্পনা অনুযায়ী চতুর্ভুজ অর্থাৎ দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা মেট্রোপলিটন শহরকে একত্রিত করেছে জাতীয় সড়ক। স্বাভাবিকভাবে এক রাজ্যের সঙ্গে অপরাজ্যের সংযোগ স্থাপনে তৈরি এই জাতীয় সড়ক যা পরিচিত সোনালী চতুর্ভুজ নামে। সত্যি এই সোনালী ছটা সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নতি ঘটিয়েছে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
জাতীয় সড়ক নির্মাণের ভাবনা শুরু হয়েছিল স্বাধীনতার পরবর্তী সময়। সেই ভাবনা বাস্তবায়িত হয়েছে আরও পরে। তবে জানেন, এই জাতীয় সড়কেই বলা হয় সোনালী চতুর্ভুজ? কী এই সোনালী চতুর্ভুজ? এই বিষয়ে গবেষকদের বক্তব্য বা কী? শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র বলেন, অঙ্কের ভাষায় চতুর্ভুজ মানে যার চারটি বাহু। কেন্দ্র সরকারের পরিকল্পনা অনুযায়ী, চতুর্ভুজ অর্থাৎ দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা মেট্রোপলিটন শহরকে একত্রিত করেছে জাতীয় সড়ক। স্বাভাবিকভাবে এক রাজ্যের সঙ্গে অপর রাজ্যের সংযোগ স্থাপনে তৈরি এই জাতীয় সড়ক যা পরিচিত সোনালী চতুর্ভুজ নামে। সত্যি এই সোনালী ছটা সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নতি ঘটিয়েছে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
4/6
জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে। কোনও না কোনও কাজে আপনাকে যেতে হয় ন্যাশনাল হাইওয়ে দিয়ে। কিন্তু আপনি কোনওদিন ভেবে দেখেননি এই ন্যাশনাল হাইওয়ের তৈরি করার আসল উদ্দেশ্য কী? এই জাতীয় সড়ক তৈরীর পেছনে রয়েছে একটি ইতিহাস। একাধিক তুখোড় রাজনীতিবিদ ও অর্থনীতিবিদদের পরামর্শে বেশ কয়েক লক্ষ কোটি টাকা ব্যয়ে তৈরি এই জাতীয় সড়ক। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে। কোনও না কোনও কাজে আপনাকে যেতে হয় ন্যাশনাল হাইওয়ে দিয়ে। কিন্তু আপনি কোনওদিন ভেবে দেখেননি হয়তো যে এই ন্যাশনাল হাইওয়ে তৈরি করার আসল উদ্দেশ্য কী? এই জাতীয় সড়ক তৈরির পেছনে রয়েছে একটি ইতিহাস। একাধিক তুখোড় রাজনীতিবিদ ও অর্থনীতিবিদদের পরামর্শে বেশ কয়েক লক্ষ কোটি টাকা ব্যয়ে তৈরি এই জাতীয় সড়ক। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
5/6
জানা যায়, তৎকালীন সময়ে কেন্দ্র সরকার ভেবেছিলেন সড়ক পথ একমাত্র বিভিন্ন প্রান্তিক এলাকা, বিভিন্ন রাজ্যের সঙ্গে খুব স্বল্প খরচে আর্থসামাজিক উন্নতি করতে পারে। যদিও শুল্কের বিনিময়ে এই পথ দিয়ে যাতায়াত করতে পারবেন প্রত্যেকে। তবে সুদূর পর্বত থেকে সমুদ্র একাত্ম করেছে জাতীয় সড়ক। কাশ্মীর থেকে কন্যাকুমারী এমনকি ভারতের সব রাজ্যে জলের মতো ছড়িয়ে রয়েছে জাতীয় সড়ক। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
জানা যায়, তৎকালীন সময়ে কেন্দ্র সরকার ভেবেছিলেন সড়ক পথ একমাত্র বিভিন্ন প্রান্তিক এলাকা, বিভিন্ন রাজ্যের সঙ্গে খুব স্বল্প খরচে আর্থসামাজিক উন্নতি করতে পারে। যদিও শুল্কের বিনিময়ে এই পথ দিয়ে যাতায়াত করতে পারবেন প্রত্যেকে। তবে সুদূর পর্বত থেকে সমুদ্র একাত্ম করেছে জাতীয় সড়ক। কাশ্মীর থেকে কন্যাকুমারী এমনকি ভারতের সব রাজ্যে জলের মতো ছড়িয়ে রয়েছে জাতীয় সড়ক। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
6/6
এই জাতীয় সড়কেই বলা হয় সোনালী চতুর্ভুজ।স্বাভাবিকভাবে এই জাতীয় সড়ক একটি আস্ত ইতিহাসের সাক্ষ্য মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন এর সাক্ষী।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
এই জাতীয় সড়কেই বলা হয় সোনালী চতুর্ভুজ।স্বাভাবিকভাবে এই জাতীয় সড়ক একটি আস্ত ইতিহাসের সাক্ষ্য মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন এর সাক্ষী। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement