Toll Tax increased in Bengal: জাতীয় সড়ক দিয়ে যাতায়াতের খরচ আরও বাড়ল বাংলায়, দেড় গুন বাড়ল মাশুল

Last Updated:
1/6
জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করার খরচ আরও বাড়ল৷ আগামিকাল থেকে জাতীয় সড়ক ৬-এ তে টোল ট্যাক্স বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷
জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করার খরচ আরও বাড়ল৷ আগামিকাল থেকে জাতীয় সড়ক ৬-এ তে টোল ট্যাক্স বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷
advertisement
2/6
এ দিন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, খড়্গপুর থেকে চিচরা পর্যন্ত ৬এ জাতীয় সড়কের উপরে বালিভাষা টোল প্লাজায় টোল বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷
এ দিন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, খড়্গপুর থেকে চিচরা পর্যন্ত ৬এ জাতীয় সড়কের উপরে বালিভাষা টোল প্লাজায় টোল বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷
advertisement
3/6
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই টোলপ্লাজা দিয়ে যাতায়াত করতে গেলে ছোট গাড়ির জন্য দিতে হবে ৮০ টাকার বদলে দিতে হবে ১২৫ টাকা৷ ছোট বাণিজ্যিক গাড়ির টোল ট্যাক্স ১৩৫ টাকা থেকে বাড়িয়ে একবারে ২০০ টাকা করা হয়েছে৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই টোলপ্লাজা দিয়ে যাতায়াত করতে গেলে ছোট গাড়ির জন্য দিতে হবে ৮০ টাকার বদলে দিতে হবে ১২৫ টাকা৷ ছোট বাণিজ্যিক গাড়ির টোল ট্যাক্স ১৩৫ টাকা থেকে বাড়িয়ে একবারে ২০০ টাকা করা হয়েছে৷
advertisement
4/6
অন্যদিকে, বাস যাওয়ার জন্য এই টোল ট্যাক্সে এবার থেকে ২৮০ টাকার বদলে ৪১৫ টাকা দিেত হবে৷ একই ভাবে অনেকটা বাড়ানো হয়েছে ট্রাক যাতায়াতের খরচও৷
অন্যদিকে, বাস যাওয়ার জন্য এই টোল ট্যাক্সে এবার থেকে ২৮০ টাকার বদলে ৪১৫ টাকা দিেত হবে৷ একই ভাবে অনেকটা বাড়ানো হয়েছে ট্রাক যাতায়াতের খরচও৷
advertisement
5/6
পশ্চিমবঙ্গে মোট ২৬টি টোল প্লাজা রয়েছে৷ গত ১ এপ্রিল থেকে সব টোল প্লাজাতেই টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছিল৷ ফের নতুন করে টোল ট্যাক্স বাড়ানো হল খড়্গপুরের এই টোল প্লাজায়৷
পশ্চিমবঙ্গে মোট ২৬টি টোল প্লাজা রয়েছে৷ গত ১ এপ্রিল থেকে সব টোল প্লাজাতেই টোল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছিল৷ ফের নতুন করে টোল ট্যাক্স বাড়ানো হল খড়্গপুরের এই টোল প্লাজায়৷
advertisement
6/6
জাতীয় সড়ক কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার আর পি সিং জানিয়েছেন, "আমরা এই রাস্তা সংষ্কার করেছি৷ একাধিক রোড ওভার ব্রিজ তৈরি করা হয়েছিল। বর্তমানে এই রাস্তার দৈর্ঘ্য ৫০ কিলোমিটারের বেশি হয়ে গিয়েছে তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।"
জাতীয় সড়ক কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার আর পি সিং জানিয়েছেন, "আমরা এই রাস্তা সংষ্কার করেছি৷ একাধিক রোড ওভার ব্রিজ তৈরি করা হয়েছিল। বর্তমানে এই রাস্তার দৈর্ঘ্য ৫০ কিলোমিটারের বেশি হয়ে গিয়েছে তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।"
advertisement
advertisement
advertisement