রাজ্যের আরও এক ব্রিজের বেহাল অবস্থা, ভারী গাড়ি গেলেই দুলছে সেতু
Bangla Editor
1/ 4
মাঝেরহাট ব্রিজ বিপর্যয় ভয় ধরিয়েছে। এর মধ্যেই রাজ্যের আরও এক ব্রিজের বেহাল অবস্থা। দিঘা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা ১১৬/বি জাতীয় সড়কের উপর নরঘাট ব্রিজের জায়গায় জায়গায় গর্ত। দেখা দিয়েছে গর্ত। ভারী গাড়ি গেলেই দুলছে সেতু। ভ্রূক্ষেপ নেই প্রশাসনের।
2/ 4
দিঘা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা 116/B জাতীয় সড়কের উপর নরঘাট ব্রিজ। সেতুটির নামকরণ করা হয়েছে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার নামে। এখন সেই ব্রিজেই এখন দেখা দিয়েছে ফাটল। ব্রিজের উপর একাধিক গর্ত। কোথাও রেলিং ভেঙে িগয়েছে। বেরিয়ে গিয়েছে লোহার রড। ভারী গাড়ি গেলেই কেঁপে ওঠে দুর্বল সেতু।
3/ 4
প্রায় দশ বছর ধরে সেতু তৈরির কাজ চলে। নির্মাণ কাজ চলার সময়ও একাধিক দুর্ঘটনা ঘটেছে। ব্রিজের এই হাল দেখে স্থানীয়দের আশঙ্কা, যে কোনও সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বেহাল নরঘাট ব্রিজ নিয়ে ভ্রূক্ষেপ নেই প্রশাসনের।
4/ 4
পর্যটকরা ছাড়াও এই ব্রিজ দিয়ে মন্ত্রী বা অন্য প্রশাসনিক কর্তারাও যাতায়াত করেন। তবুও ব্রিজ সংস্কার হয়নি। নন্দকুমারের বিধায়ক জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের আরও এক ব্রিজের বেহাল অবস্থা, ভারী গাড়ি গেলেই দুলছে সেতু
দিঘা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা 116/B জাতীয় সড়কের উপর নরঘাট ব্রিজ। সেতুটির নামকরণ করা হয়েছে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার নামে। এখন সেই ব্রিজেই এখন দেখা দিয়েছে ফাটল। ব্রিজের উপর একাধিক গর্ত। কোথাও রেলিং ভেঙে িগয়েছে। বেরিয়ে গিয়েছে লোহার রড। ভারী গাড়ি গেলেই কেঁপে ওঠে দুর্বল সেতু।
রাজ্যের আরও এক ব্রিজের বেহাল অবস্থা, ভারী গাড়ি গেলেই দুলছে সেতু
প্রায় দশ বছর ধরে সেতু তৈরির কাজ চলে। নির্মাণ কাজ চলার সময়ও একাধিক দুর্ঘটনা ঘটেছে। ব্রিজের এই হাল দেখে স্থানীয়দের আশঙ্কা, যে কোনও সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বেহাল নরঘাট ব্রিজ নিয়ে ভ্রূক্ষেপ নেই প্রশাসনের।
রাজ্যের আরও এক ব্রিজের বেহাল অবস্থা, ভারী গাড়ি গেলেই দুলছে সেতু
পর্যটকরা ছাড়াও এই ব্রিজ দিয়ে মন্ত্রী বা অন্য প্রশাসনিক কর্তারাও যাতায়াত করেন। তবুও ব্রিজ সংস্কার হয়নি। নন্দকুমারের বিধায়ক জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।