Boro Maa Kali Puja 2023: ১০০ কেজির গয়না ছেড়ে ফুলে সাজলেন 'বড়মা' কালী, বিসর্জন দেখল লক্ষ লক্ষ মানুষ, আপনিও প্রথম ছবি দেখুন ঘরে বসে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Boro Maa Kali Puja 2023: চাকা লাগানো ট্রলি করে বড়মা-কে নিয়ে যাওয়া হয় বিসর্জন ঘাটে। সেখানে অগণিত ভক্তদের উপস্থিতিতে এ বছরের মত বিসর্জন দেওয়া হয় বড়মাকে।
*শ্যামা পুজো শেষ হল নৈহাটি বড়মার বিসর্জনের মধ্যে দিয়ে। ভাসান ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে মানুষের ঢল নেমেছিল নৈহাটিতে।
advertisement
*কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নৈহাটির অরবিন্দ রোডের গঙ্গার ঘাটে মা কালীকে বিশেষ উপায়ে টেনে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের জন্য।
advertisement
*জাগ্রত বড় মা কালীর গায়ে পরানো ১০০ কেজিরও বেশি স্বর্ণালংকার খুলে ফুলের অলংকারে সাজিয়ে দেওয়া হয়।
advertisement
*এরপর বড়মার সুউচ্চ প্রতিমা দড়ি ধরে টেনে সেবায়েতরা নিয়ে যান গঙ্গার ঘাটে। চারদিক জুড়ে তখন 'বড়মা', 'বড়মা' রব।
advertisement
advertisement