Naihati Boro Maa: নৈহাটির বড়মার পাশাপাশি এবার কালীপুজোয় থাকছে বিশেষ চমক, কোথায় কী থিমে সাজছে মণ্ডপ? জানুন

Last Updated:
Naihati Boro Maa: বারাসাতের পাশাপাশি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে নৈহাটির কালীপুজো। বিগত কয়েক বছরে থিমের বৈচিত্র্য ও শিল্পের ছোঁয়ায় আলাদা মাত্রা পেয়েছে এখানকার পুজো। বড় মা কালীর ঐতিহ্যবাহী পুজোর পাশাপাশি, নৈহাটির বিভিন্ন ক্লাব ও পাড়ার উদ্যোগে ধীরে ধীরে সেজে উঠছে কালীপুজোর প্যান্ডেল।
1/6
*নৈহাটি, রুদ্র নারায়ণ রায়: জেলায় বারাসাতের পাশাপাশি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে নৈহাটির কালীপুজো। বিগত কয়েক বছরে থিমের বৈচিত্র্য ও শিল্পের ছোঁয়ায় আলাদা মাত্রা পেয়েছে এখানকার পুজো। বড় মা কালীর ঐতিহ্যবাহী পুজোর পাশাপাশি, নৈহাটির বিভিন্ন ক্লাব ও পাড়ার উদ্যোগে ধীরে ধীরে সেজে উঠছে কালীপুজোর প্যান্ডেল।
*নৈহাটি, রুদ্র নারায়ণ রায়: জেলায় বারাসাতের পাশাপাশি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে নৈহাটির কালীপুজো। বিগত কয়েক বছরে থিমের বৈচিত্র্য ও শিল্পের ছোঁয়ায় আলাদা মাত্রা পেয়েছে এখানকার পুজো। বড় মা কালীর ঐতিহ্যবাহী পুজোর পাশাপাশি, নৈহাটির বিভিন্ন ক্লাব ও পাড়ার উদ্যোগে ধীরে ধীরে সেজে উঠছে কালীপুজোর প্যান্ডেল।
advertisement
2/6
*এই বছরও একে অপরকে টক্কর দিতে নানা অভিনব ভাবনায় মেতে উঠেছে নৈহাটির ক্লাবগুলি। ৪০তম বর্ষে পানপুর বালকবৃন্দ তুলে ধরছে দিঘার জগন্নাথ মন্দিরকে। গোপাল স্মৃতি সংঘ-এর ভাবনা, ‘চাই না মাগো উমা হতে’—এক আবেগঘন থিম। ৬৫তম বর্ষে লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন রাজস্থানের আঙ্গিকে ফুটিয়ে তুলছে কৃষ্ণ প্রেম।
*এই বছরও একে অপরকে টক্কর দিতে নানা অভিনব ভাবনায় মেতে উঠেছে নৈহাটির ক্লাবগুলি। ৪০তম বর্ষে পানপুর বালকবৃন্দ তুলে ধরছে দিঘার জগন্নাথ মন্দিরকে। গোপাল স্মৃতি সংঘ-এর ভাবনা, ‘চাই না মাগো উমা হতে’—এক আবেগঘন থিম। ৬৫তম বর্ষে লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন রাজস্থানের আঙ্গিকে ফুটিয়ে তুলছে কৃষ্ণ প্রেম।
advertisement
3/6
*নিউ স্টার ক্লাব-এর সপ্তম বর্ষের পুজোয় দর্শক পাবে ‘পায়ে হেঁটে দেখা থাইল্যান্ড’-এর অভিজ্ঞতা। ৭০তম বর্ষে নৈহাটি অগ্রগামী সংঘ মহাপীঠ তারাপীঠ শ্মশানকে থিম হিসেবে বেছে নিয়েছে, যেখানে দর্শকরা দেখতে পাবেন জ্যান্ত তারা মা-কে। দ্বিতীয় বর্ষে পরা নারকেল বাগান অধিবাসীবৃন্দ ফুটিয়ে তুলছে ‘দ্য জাঙ্গল বুক’।
*নিউ স্টার ক্লাব-এর সপ্তম বর্ষের পুজোয় দর্শক পাবে ‘পায়ে হেঁটে দেখা থাইল্যান্ড’-এর অভিজ্ঞতা। ৭০তম বর্ষে নৈহাটি অগ্রগামী সংঘ মহাপীঠ তারাপীঠ শ্মশানকে থিম হিসেবে বেছে নিয়েছে, যেখানে দর্শকরা দেখতে পাবেন জ্যান্ত তারা মা-কে। দ্বিতীয় বর্ষে পরা নারকেল বাগান অধিবাসীবৃন্দ ফুটিয়ে তুলছে ‘দ্য জাঙ্গল বুক’।
advertisement
4/6
*অন্যদিকে, শতবর্ষে পদার্পণ করছে মক্কেশ্বর ঘাট সর্বজনীন শ্রীশ্রী শ্যামা পুজো। এবার তাদের থিম ‘খেয়া ঘাটের মাঝি’। ৪৪তম বর্ষে চার নম্বর বিজয়নগর তারা মা সংঘ-এর ভাবনা ‘বিহঙ্গেরা ডানা মেলে’। ৬০ তম বর্ষে আমরা ক-জন ক্লাব আনছে আফ্রিকার জারোয়া সম্প্রদায়ের সংস্কৃতি।
*অন্যদিকে, শতবর্ষে পদার্পণ করছে মক্কেশ্বর ঘাট সর্বজনীন শ্রীশ্রী শ্যামা পুজো। এবার তাদের থিম ‘খেয়া ঘাটের মাঝি’। ৪৪তম বর্ষে চার নম্বর বিজয়নগর তারা মা সংঘ-এর ভাবনা ‘বিহঙ্গেরা ডানা মেলে’। ৬০ তম বর্ষে আমরা ক-জন ক্লাব আনছে আফ্রিকার জারোয়া সম্প্রদায়ের সংস্কৃতি।
advertisement
5/6
*৭৫ তম বর্ষে ভারতমাতা সেবা সমিতি দিচ্ছে পরিবেশবান্ধব বার্তা, থিম ‘রূপান্তর’, ফেলে দেওয়া জিনিসের পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন রূপের সন্ধান। তাছাড়া ৭ নম্বর বিজয়নগর অধিবাসীবৃন্দ তুলে ধরছে ‘যক্ষ রাজার রক্ষক’, ফ্রেয়ার রোড আদি বঙ্কিম সংঘ-এর ভাবনা ‘বদ্রিনাথ যাত্রা’। নৈহাটি যুবক সংঘে বছর কালীপুজোর থিমে তুলে ধরছে ‘নবান্ন উৎসব’।
*৭৫ তম বর্ষে ভারতমাতা সেবা সমিতি দিচ্ছে পরিবেশবান্ধব বার্তা, থিম ‘রূপান্তর’, ফেলে দেওয়া জিনিসের পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন রূপের সন্ধান। তাছাড়া ৭ নম্বর বিজয়নগর অধিবাসীবৃন্দ তুলে ধরছে ‘যক্ষ রাজার রক্ষক’, ফ্রেয়ার রোড আদি বঙ্কিম সংঘ-এর ভাবনা ‘বদ্রিনাথ যাত্রা’। নৈহাটি যুবক সংঘে বছর কালীপুজোর থিমে তুলে ধরছে ‘নবান্ন উৎসব’।
advertisement
6/6
*অটল বিহারী রোড সুব্রত স্মৃতি সংঘ-এর ভাবনা ‘বাঙালিয়ানা’, এছাড়াও, আরবিসি রোড নব যুবক সংঘ গড়ে তুলছে মিশরের পিরামিড। INTTUC হকার্স ইউনিয়ন-এর পুজোয় দেখা যাবে কেরালার বিষ্ণু মন্দিরের প্রতিরূপ। সব মিলিয়ে কালীপুজো ঘিরে নৈহাটিতে এখন উৎসবের আমেজ। থিম, আলো, ও শিল্পের মেলবন্ধনে সাজতে চলেছে শহর। আর দর্শনার্থীরাও অপেক্ষায়— কবে শুরু হবে প্যান্ডেল হপিং-এর আসল উৎসব।
*অটল বিহারী রোড সুব্রত স্মৃতি সংঘ-এর ভাবনা ‘বাঙালিয়ানা’, এছাড়াও, আরবিসি রোড নব যুবক সংঘ গড়ে তুলছে মিশরের পিরামিড। INTTUC হকার্স ইউনিয়ন-এর পুজোয় দেখা যাবে কেরালার বিষ্ণু মন্দিরের প্রতিরূপ। সব মিলিয়ে কালীপুজো ঘিরে নৈহাটিতে এখন উৎসবের আমেজ। থিম, আলো, ও শিল্পের মেলবন্ধনে সাজতে চলেছে শহর। আর দর্শনার্থীরাও অপেক্ষায়— কবে শুরু হবে প্যান্ডেল হপিং-এর আসল উৎসব।
advertisement
advertisement
advertisement