Naihati Boro Maa: হাতে ৫ দিন, আসছেন বড়মা...! নৈহাটিতে চলছে সুবিশাল মূর্তি তৈরির কাজ, জানুন পুজোর খুঁটিনাটি

Last Updated:
Naihati Boro Maa: অরবিন্দ রোডে তৈরি হচ্ছে বিশালাকার বড়মা কালীর মূর্তি। কাঠামোর উপর বাঁশের ফ্রেম দিয়ে তাতে খড় বেঁধে চলছে মাটির প্রলেপের কাজ। শিল্পীদের হাতের ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন বড়মা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখন তাই উৎসবের আমেজ।
1/6
*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: তৈরি হচ্ছে নৈহাটিতে বড়মা কালীর সুবিশাল মূর্তি, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আসছেন বড়মা। তাই চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি, কর্মব্যস্ত পুজো কমিটির সকলেই।
*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: তৈরি হচ্ছে নৈহাটিতে বড়মা কালীর সুবিশাল মূর্তি, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আসছেন বড়মা। তাই চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি, কর্মব্যস্ত পুজো কমিটির সকলেই।
advertisement
2/6
*অরবিন্দ রোডে তৈরি হচ্ছে বিশালাকার বড়মা কালীর মূর্তি। কাঠামোর উপর বাঁশের ফ্রেম দিয়ে তাতে খড় বেঁধে চলছে মাটির প্রলেপের কাজ। শিল্পীদের হাতের ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন বড়মা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখন তাই উৎসবের আমেজ।
*অরবিন্দ রোডে তৈরি হচ্ছে বিশালাকার বড়মা কালীর মূর্তি। কাঠামোর উপর বাঁশের ফ্রেম দিয়ে তাতে খড় বেঁধে চলছে মাটির প্রলেপের কাজ। শিল্পীদের হাতের ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন বড়মা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখন তাই উৎসবের আমেজ।
advertisement
3/6
*ইতিমধ্যেই বহুভক্ত ভিড় জমাচ্ছেন বড়মা-কে দেখতে। কমিটির তরফ থেকে জানা গিয়েছে, পুজো উপলক্ষে দণ্ডি পালন শুরু হবে সোমবার ভোরবেলা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত। মধ্যরাতে, অর্থাৎ রাত বারোটা থেকেই শুরু হবে কালীপুজো। পুষ্পাঞ্জলি দেওয়া হবে রাত দুটোয়। অঞ্জলি শেষ হওয়ার পরেই শুরু হবে ভোগ প্রসাদ বিতরণ।
*ইতিমধ্যেই বহুভক্ত ভিড় জমাচ্ছেন বড়মা-কে দেখতে। কমিটির তরফ থেকে জানা গিয়েছে, পুজো উপলক্ষে দণ্ডি পালন শুরু হবে সোমবার ভোরবেলা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত। মধ্যরাতে, অর্থাৎ রাত বারোটা থেকেই শুরু হবে কালীপুজো। পুষ্পাঞ্জলি দেওয়া হবে রাত দুটোয়। অঞ্জলি শেষ হওয়ার পরেই শুরু হবে ভোগ প্রসাদ বিতরণ।
advertisement
4/6
*ভক্তদের সুবিধার্থে রাখা হয়েছে একাধিক ভোগ প্রসাদ কাউন্টার, যেখান থেকে দর্শনার্থীরা সহজেই পাবেন প্রসাদ। অতিরিক্ত ভিড় সামাল দিতেই নৈহাটির বিভিন্ন নির্দিষ্ট স্থানে কাউন্টার করে প্রসাদ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
*ভক্তদের সুবিধার্থে রাখা হয়েছে একাধিক ভোগ প্রসাদ কাউন্টার, যেখান থেকে দর্শনার্থীরা সহজেই পাবেন প্রসাদ। অতিরিক্ত ভিড় সামাল দিতেই নৈহাটির বিভিন্ন নির্দিষ্ট স্থানে কাউন্টার করে প্রসাদ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
5/6
*প্রতিবছরের মতো এবারও বড়মা কালীপুজো ঘিরে ব্যাপক জনসমাগম হবে বলেই আশা করা হচ্ছে। ভক্তদের নিরাপত্তা ও পথ চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। অরবিন্দ রোড এবং আশপাশের এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে আলোকসজ্জার কাজও।
*প্রতিবছরের মতো এবারও বড়মা কালীপুজো ঘিরে ব্যাপক জনসমাগম হবে বলেই আশা করা হচ্ছে। ভক্তদের নিরাপত্তা ও পথ চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। অরবিন্দ রোড এবং আশপাশের এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে আলোকসজ্জার কাজও।
advertisement
6/6
*নৈহাটির বড়মা কালী যেন শুধু এক পুজো নয়, স্থানীয়দের কাছে এটি ভক্তি, ঐতিহ্য ও আবেগের প্রতীক। এবছরও সেই ঐতিহ্য বজায় রেখে রাতভর মাতবে নৈহাটি।
*নৈহাটির বড়মা কালী যেন শুধু এক পুজো নয়, স্থানীয়দের কাছে এটি ভক্তি, ঐতিহ্য ও আবেগের প্রতীক। এবছরও সেই ঐতিহ্য বজায় রেখে রাতভর মাতবে নৈহাটি।
advertisement
advertisement
advertisement