মাদার টেরেসার জন্মদিনে তাঁর ৫ বিখ্যাত উক্তি

Last Updated:
১৯২৯ সালে ভারতের দার্জিলিঙে এসে নব দীক্ষিত হিসাবে তিনি সেখানকার একটি মিশনারিতে কাজ শুরু করেন। ১৯৩১ সালের ২৪ মে তিনি সন্ন্যাসিনী হিসাবে প্রথম শপথ নেন। সেই সময় তিনি মিশনারিদের পৃষ্ঠপোষক সন্ত টেরেসা দি লিসিয়াক্সের নামানুসারে টেরেসা নামটি গ্রহণ করেন
1/11
আর্তের সেবায় নিজেকে শেষ দিন পর্যন্ত নিয়োজিত করেছিলেন অ্যাগনিস গঞ্জা বোজাঝিউ। সকলে তাঁকে স্বয়ং ঈশ্বরের দূত বলে মনে করতেন। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবায় সারাটা জীবন অতিবাহিত করেছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা এই মহীয়সী নারী- মাদার টেরেসা। আজ তাঁর ১১৫তম জন্মদিন।[ছবি ও তথ্য: কৌশিক অধিকারী]
advertisement
2/11
মাদার টেরেসার জন্মদিন সসম্মানের সঙ্গে পালন করা হলো কান্দিতে। কান্দি পুরসভার উদ্যোগে কান্দি মহকুমা হাসপাতাল চত্বরে মাদার টেরেসার মুর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক, কান্দি এসিএম‌ওএইচ ডাঃ সৌমিক দাস।[ছবি ও তথ্য: কৌশিক অধিকারী]
advertisement
3/11
১৯১০ সালে, আলবেনিয়ার স্কোপেজ শহরে ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন মাদার টেরেসা। জন্মের সময় তাঁর নাম ছিল অ্যাগনিস। মাত্র আট বছর বয়সে বাবাকে হারান। বাবার মৃত্যুর পর মা তাঁকে রোমান ক্যাথলিক আদর্শে লালন-পালন করেন।[ছবি ও তথ্য: কৌশিক অধিকারী]
advertisement
4/11
ছোট্ট অ্যাগনিস মিশনারিদের জীবন ও কাজকর্মের গল্প শুনতে বেশ ভালোবাসতেন। মাত্র ১২ বছর বয়সে তিনি ধর্মীয় জীবন-যাপনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ১৮ বছর বয়স হতেই তিনি গৃহত্যাগ করে একজন মিশনারি হিসাবে যোগদান করেন সিস্টার্স অব লোরেটো সংস্থায়।[ছবি ও তথ্য: কৌশিক অধিকারী]
advertisement
5/11
১৯২৯ সালে ভারতের দার্জিলিঙে এসে নব দীক্ষিত হিসাবে তিনি সেখানকার একটি মিশনারিতে কাজ শুরু করেন। ১৯৩১ সালের ২৪ মে, তিনি সন্ন্যাসিনী হিসাবে প্রথম শপথ নেন। সেই সময় তিনি মিশনারিদের পৃষ্ঠপোষক সন্ত টেরেসা দি লিসিয়াক্সের নামানুসারে টেরেসা নামটি গ্রহণ করেন।[ছবি ও তথ্য: কৌশিক অধিকারী]
advertisement
6/11
মাদার টেরেসার পাঁচ উক্তি যা আপনাকে মুগ্ধ করবে। মাদার টেরেসার জন্মদিনে তাঁরই কিছু উল্লেখযোগ্য মন্তব্যের দিকে চোখ রাখা যাক, যা মানুষকে আজও অনুপ্রেরণা দেয়।
মাদার টেরেসার পাঁচ উক্তি যা আপনাকে মুগ্ধ করবে। মাদার টেরেসার জন্মদিনে তাঁরই কিছু উল্লেখযোগ্য মন্তব্যের দিকে চোখ রাখা যাক, যা মানুষকে আজও অনুপ্রেরণা দেয়।
advertisement
7/11
 "স্বর্গ ঠিক কেমন দেখতে জানি না। কিন্তু এটা জানি, মৃত্যুর সময় এলে ঈশ্বর আমাদের বিচার করেন। তুমি জীবনে কী কী ভাল কাজ করেছ এটা তিনি জিজ্ঞেস করেন না। বরং জিজ্ঞেস করেন, তুমি মানুষকে কতটা ভালবাসা দিতে পেরেছ?"
"স্বর্গ ঠিক কেমন দেখতে জানি না। কিন্তু এটা জানি, মৃত্যুর সময় এলে ঈশ্বর আমাদের বিচার করেন। তুমি জীবনে কী কী ভাল কাজ করেছ এটা তিনি জিজ্ঞেস করেন না। বরং জিজ্ঞেস করেন, তুমি মানুষকে কতটা ভালবাসা দিতে পেরেছ?"
advertisement
8/11
 "বিশ্ব শান্তি প্রচারে তুমি কী করতে পারো? বাড়ি গিয়ে নিজের পরিবারকে ভালবাস।"
"বিশ্ব শান্তি প্রচারে তুমি কী করতে পারো? বাড়ি গিয়ে নিজের পরিবারকে ভালবাস।"
advertisement
9/11
 "গতকাল চলে গিয়েছে, আগামিকাল এখনও আসেনি। আমাদের কাজ শুধু আজ আছে। চলো শুরু করা যাক।"
"গতকাল চলে গিয়েছে, আগামিকাল এখনও আসেনি। আমাদের কাজ শুধু আজ আছে। চলো শুরু করা যাক।"
advertisement
10/11
 "মানুষকে যদি তুমি বিচার করতে শুরু করো, তবে আর তাদের ভালবাসার সময় পাবে না।"
"মানুষকে যদি তুমি বিচার করতে শুরু করো, তবে আর তাদের ভালবাসার সময় পাবে না।"
advertisement
11/11
 "রুটির খিদে মেটানোর থেকেও অনেক বেশি কঠিন ভালবাসার খিদে মেটানো।"
"রুটির খিদে মেটানোর থেকেও অনেক বেশি কঠিন ভালবাসার খিদে মেটানো।"
advertisement
advertisement
advertisement