মশাদের দিন! কীভাবে সেলিব্রেট করা হল দেখুন

Last Updated:
আন্তর্জাতিক মশা দিবস উপলক্ষে একটি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয় কলেজের বিবেকানন্দ সেমিনার হলে। এই লেখা প্রতিযোগিতায় বিষয় ছিল- মশা ও মানব সভ্যতা, ক্রমাগত হুঙ্কার প্রতিবন্ধকতা আর দায়িত্ব
1/6
আন্তর্জাতিক মশা দিবস উপলক্ষে আয়োজিত হল একটি সচেতনতা শিবির। সেখানে মশার লার্ভা নিধনের উপর একটি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আসানসোল বি বি কলেজের প্রাণিবিদ্যার স্নাতকোত্তর বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। গত ২০ আগস্ট কলেজে পরীক্ষা থাকায় বৃহস্পতিবার দিনটিকে বেছে নেওয়া হয়।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]
advertisement
2/6
এদিনের এই সচেতনতা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের শ্যামসুন্দর কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অনিকেত সিং। এদিন তিনি ছাত্র-ছাত্রীদের মশার প্রকারভেদ, মশা লার্ভা কোথায় কীভাবে জন্মায়, কী কী সচেতনতা মেনে চলা উচিত, মশাবাহিত কী কী রোগের সম্মুখীন হতে হয় সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানান।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]
advertisement
3/6
আন্তর্জাতিক মশা দিবস উপলক্ষে একটি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয় কলেজের বিবেকানন্দ সেমিনার হলে। এই লেখা প্রতিযোগিতায় বিষয় ছিল- মশা ও মানব সভ্যতা, ক্রমাগত হুঙ্কার প্রতিবন্ধকতা আর দায়িত্ব। এই বিষয়ে একটি ৮০০ শব্দের মধ্যে বাংলা অথবা ইংরেজি ভাষায় প্রবন্ধ লিখতে হবে।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]
advertisement
4/6
আন্তর্জাতিক মশা দিবস উপলক্ষে যে লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে কলেজের ৭৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রথম হন পৃথা রায়, দ্বিতীয় স্নেহা ভট্টাচার্য এবং তৃতীয় সায়নী হালদার। তাঁরা তিনজনেই পঞ্চম সেমিস্টারের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]
advertisement
5/6
মশার লার্ভা কীভাবে নষ্ট করতে হবে এবং মশা কোথায় কোথায় জন্মায়, কী সচেতনতা মেনে চলা উচিত এই সব কিছুই তুলে ধরা হয়। সেখানে বিশেষ অতিথি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ জিনিস সকলের সামনে তুলে ধরেন।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]
advertisement
6/6
আসানসোল বি বি কলেজ স্থাপিত হয়েছিল ১৯৪৪ সালে। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজ। কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা। কলেজে রয়েছে প্রায় ৮ হাজার ছাত্র ছাত্রী। স্নাতক বিষয়ের পাশাপাশি স্নাতকোত্তর বিষয় যেমন প্রাণিবিদ্যা, পদার্থবিদ্যা এবং হিন্দি বিষয়ে পড়ানো হয়।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]
advertisement
advertisement
advertisement