মশাদের দিন! কীভাবে সেলিব্রেট করা হল দেখুন
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
আন্তর্জাতিক মশা দিবস উপলক্ষে একটি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয় কলেজের বিবেকানন্দ সেমিনার হলে। এই লেখা প্রতিযোগিতায় বিষয় ছিল- মশা ও মানব সভ্যতা, ক্রমাগত হুঙ্কার প্রতিবন্ধকতা আর দায়িত্ব
![আন্তর্জাতিক মশা দিবস উপলক্ষে আয়োজিত হল একটি সচেতনতা শিবির। সেখানে মশার লার্ভা নিধনের উপর একটি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আসানসোল বি বি কলেজের প্রাণিবিদ্যার স্নাতকোত্তর বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। গত ২০ আগস্ট কলেজে পরীক্ষা থাকায় বৃহস্পতিবার দিনটিকে বেছে নেওয়া হয়।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা] আন্তর্জাতিক মশা দিবস উপলক্ষে আয়োজিত হল একটি সচেতনতা শিবির। সেখানে মশার লার্ভা নিধনের উপর একটি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আসানসোল বি বি কলেজের প্রাণিবিদ্যার স্নাতকোত্তর বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। গত ২০ আগস্ট কলেজে পরীক্ষা থাকায় বৃহস্পতিবার দিনটিকে বেছে নেওয়া হয়।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5396379_img20250821wa0012_watermark_21082025_173748_1.jpg?impolicy=website&width=827&height=620)