Digha Jagannath Dham: হাতে লম্বা ছুটি মিলতেই দিঘার জগন্নাথ ধামে উপচে পড়া ভক্ত সমাগম! পুজোর ৫ দিনের সংখ্যাটা জানলে চমকে যাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
ভক্তি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে দুর্গাপুজোয় উৎসবের আবহ তৈরি হল দিঘা জগন্নাথ ধামে। পুজোর পাঁচ দিন একপ্রকার ভিড়ে টই টুম্বুর হয়ে উঠল দিঘা জগন্নাথ ধাম। পাঁচ দিনে জগন্নাথ ধামে প্রায় সাত লাখ মানুষের আগমন।
দুর্গাপুজোর দিনগুলিতে দিঘায় পর্যটকদের ভিড়। জগন্নাথ মন্দির দর্শন করলেন লক্ষ লক্ষ ভক্ত। পুজোর পাঁচ দিনে জগন্নাথ মন্দির দর্শনের ভক্তের সংখ্যা জানলে সত্যিই অবাক হবেন! ভক্তি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে দুর্গাপুজোয় উৎসবের আবহ তৈরি হল দিঘা জগন্নাথ ধামে। পুজোর পাঁচ দিন একপ্রকার ভিড়ে টই টুম্বুর হয়ে উঠল দিঘা জগন্নাথ ধাম। (ছবি ও তথ্যঃ সৈকত শী)
advertisement
পুজোয় এবার সমুদ্রের পাশাপাশি আধ্যাত্মিক পরিবেশের সাক্ষী থাকতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এবছর দিঘায় ভিড় জমান। রোজ সন্ধ্যায় লাইন দিয়ে কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে দেখা যায় জগন্নাথ ধামে। দুর্গাপুজো উপলক্ষে জগন্নাথ ধামে মহালয়া থেকেই চলে বিশেষ পুজোপাঠ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়। সুভদ্রা দেবীকে দুর্গাজ্ঞানে পুজো করা হয় জগন্নাথ ধামে।
advertisement
advertisement
advertisement
advertisement