Babul Supriyo: 'বাবুল সুপ্রিয় নিখোঁজ', জামুড়িয়ার যত্র-তত্র পোস্টার, ব্যাপক রাজনৈতিক চাপানউতোর

Last Updated:
খুঁজে পাওয়া যাচ্ছে না বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)! তাই তাঁর খোঁজ পেতে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে পোস্টার পড়েছে জামুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড চত্বরে।
1/5
*বিধানসভা নির্বাচনে বঙ্গ-বিজেপির (West Bengal BJP) যে সব নেতা-নেত্রীদের সামনের সারিতে দাঁড়িয়ে সভা-সম্মেলন বা প্রচার করতে দেখা গিয়েছিল, বারে বারে উঠে এসেছিলেন সংবাদের শিরোনামে, ফলাফলে ল্যান্ডস্লাইডের পর থেকে  তাঁদের অনেকেই একেবারে উধাও। ফাইল ছবি। 
*বিধানসভা নির্বাচনে বঙ্গ-বিজেপির (West Bengal BJP) যে সব নেতা-নেত্রীদের সামনের সারিতে দাঁড়িয়ে সভা-সম্মেলন বা প্রচার করতে দেখা গিয়েছিল, বারে বারে উঠে এসেছিলেন সংবাদের শিরোনামে, ফলাফলে ল্যান্ডস্লাইডের পর থেকে  তাঁদের অনেকেই একেবারে উধাও। ফাইল ছবি। 
advertisement
2/5
*নিন্দুকেরা বলছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না বাবুল সুপ্রিয়কেও (Babul Supriyo)! তাই তাঁর খোঁজ পেতে  সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে পোস্টার পড়েছে জামুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড চত্বরে। সংগৃহীত ছবি। 
*নিন্দুকেরা বলছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না বাবুল সুপ্রিয়কেও (Babul Supriyo)! তাই তাঁর খোঁজ পেতে  সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে পোস্টার পড়েছে জামুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড চত্বরে। সংগৃহীত ছবি। 
advertisement
3/5
*পশ্চিম বর্ধমানের জামুরিয়া নাগরিকবৃন্দের তরফে পোস্টার দেওয়া হয়েছে শহরের বিভিন্ন এলাকায়। যা নিয়ে  রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ইতিমধ্যেই। ফাইল ছবি। 
*পশ্চিম বর্ধমানের জামুরিয়া নাগরিকবৃন্দের তরফে পোস্টার দেওয়া হয়েছে শহরের বিভিন্ন এলাকায়। যা নিয়ে  রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ইতিমধ্যেই। ফাইল ছবি। 
advertisement
4/5
*'নিখোঁজ আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ভোটের পর থেকে আর, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।' এই দাবিতেই পোস্টার পড়েছে জামুরিয়া বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায়। ফাইল ছবি। 
*'নিখোঁজ আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ভোটের পর থেকে আর, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।' এই দাবিতেই পোস্টার পড়েছে জামুরিয়া বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায়। ফাইল ছবি। 
advertisement
5/5
*জামুড়িয়ার এক বিজেপি নেতা বলেন, বাবুল সুপ্রিয়কে নিয়ে এ ধরনের প্রচার আগেও করা হয়ে ছিল। নির্বাচনে মানুষ তার জবাব দিয়ে দিয়েছিল। তিনি নাম না করেও তৃণমূলের দিকেই আঙুল তোলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ফাইল ছবি।
*জামুড়িয়ার এক বিজেপি নেতা বলেন, বাবুল সুপ্রিয়কে নিয়ে এ ধরনের প্রচার আগেও করা হয়ে ছিল। নির্বাচনে মানুষ তার জবাব দিয়ে দিয়েছিল। তিনি নাম না করেও তৃণমূলের দিকেই আঙুল তোলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement