Yaas Alert Soham Chakraborty: প্রস্তুতিতে ফাঁক রাখতে নারাজ, চণ্ডীপুরের রিলিফ ক্যাম্পে আগাম সতর্ক সোহম!

Last Updated:
রিলিফ সেন্টার ঘুরে দেখলেন চণ্ডীপুরের (Chandipur) নব নির্বাচিত তারকা বিধায়ক, সোহম চক্রবর্তী (Soham Chakrabarty)। ইতিমধ্যেই বেশ কিছু স্থানীয় বাসিন্দাকে রিলিফ সেন্টারে সরিয়ে নিতেও উদ্যোগী হয়েছেন তিনি।
1/4
ইয়াসের (Cyclone Yaas) তাণ্ডব শুরু হতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। কিন্ত তার আগে মঙ্গলবারই উত্তাল হতে শুরু করেছে সমুদ্র। তাজপুর, দিঘা সংলগ্ন একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। অনেক জায়গায় কংক্রিটের বাঁধ টপকে জল ঢুকছে বলে দাবি স্থানীয়দের।
ইয়াসের (Cyclone Yaas) তাণ্ডব শুরু হতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। কিন্ত তার আগে মঙ্গলবারই উত্তাল হতে শুরু করেছে সমুদ্র। তাজপুর, দিঘা সংলগ্ন একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। অনেক জায়গায় কংক্রিটের বাঁধ টপকে জল ঢুকছে বলে দাবি স্থানীয়দের।
advertisement
2/4
ঝড়ের তাণ্ডব সামাল দিতেই আগে থেকেই রিলিফ সেন্টার ঘুরে দেখলেন চণ্ডীপুরের নব নির্বাচিত তারকা বিধায়ক, সোহম চক্রবর্তী। ইতিমধ্যেই বেশ কিছু স্থানীয় বাসিন্দাকে রিলিফ সেন্টারে সরিয়ে নিতেও উদ্যোগী হয়েছেন তিনি।
ঝড়ের তাণ্ডব সামাল দিতেই আগে থেকেই রিলিফ সেন্টার ঘুরে দেখলেন চণ্ডীপুরের নব নির্বাচিত তারকা বিধায়ক, সোহম চক্রবর্তী। ইতিমধ্যেই বেশ কিছু স্থানীয় বাসিন্দাকে রিলিফ সেন্টারে সরিয়ে নিতেও উদ্যোগী হয়েছেন তিনি।
advertisement
3/4
ইয়াসের (Cyclone Yaas) তাণ্ডব শুরু হতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। কিন্ত তার আগে মঙ্গলবারই উত্তাল হতে শুরু করেছে সমুদ্র। তাজপুর, দিঘা সংলগ্ন একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। অনেক জায়গায় কংক্রিটের বাঁধ টপকে জল ঢুকছে বলে দাবি স্থানীয়দের।
ইয়াসের (Cyclone Yaas) তাণ্ডব শুরু হতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। কিন্ত তার আগে মঙ্গলবারই উত্তাল হতে শুরু করেছে সমুদ্র। তাজপুর, দিঘা সংলগ্ন একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। অনেক জায়গায় কংক্রিটের বাঁধ টপকে জল ঢুকছে বলে দাবি স্থানীয়দের।
advertisement
4/4
তবে শুধু ঝড় নয়, করোনা মোকাবিলাতেও সমান উদ্যোগ নিয়েছেন সোহম। ভগবানপুরে সোমবারই অক্সিজেন কন্সেন্ট্রেটরসহ সেফ হোম চালু করেছেন এই সদ্য নির্বাচিত বিধায়ক। আতঙ্কিত না হয়ে সকলকে একসঙ্গে কাজ করার জন্য বার্তা দিয়েছেন সোহম। আর তাঁর এই বার্তাই মন ছুঁয়ে গিয়েছে এলাকার বাসিন্দাদের।
তবে শুধু ঝড় নয়, করোনা মোকাবিলাতেও সমান উদ্যোগ নিয়েছেন সোহম। ভগবানপুরে সোমবারই অক্সিজেন কন্সেন্ট্রেটরসহ সেফ হোম চালু করেছেন এই সদ্য নির্বাচিত বিধায়ক। আতঙ্কিত না হয়ে সকলকে একসঙ্গে কাজ করার জন্য বার্তা দিয়েছেন সোহম। আর তাঁর এই বার্তাই মন ছুঁয়ে গিয়েছে এলাকার বাসিন্দাদের।
advertisement
advertisement
advertisement