লাখ লাখ মৃত সামুদ্রিক ব্যাঙের দেহে ভরে গেল দিঘার সৈকত, আতঙ্কিত স্থানীয়রা

Last Updated:
এ দিন বিকেলে হঠাৎই নিউ দিঘার সমুদ্রের (Digha Sea Beach) জলে ভাসতে দেখা গেল মৃত সামুদ্রিক ব্যাঙের (Puffer Fish) লাশ! দূষণ ছড়ানোর আশঙ্কায় উদ্বেগ বাড়ছে ।
1/5
• দিঘার সমুদ্রে ভাসছে হাজার হাজার মৃত সামুদ্রিক ব্যাঙ (Puffer Fish) । দূষণ ছড়ানোর আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সর্বস্তরে! এ দিন বিকেলে হঠাৎই নিউ দিঘার সমুদ্রের জলে ভাসতে দেখা গেল মৃত সামুদ্রিক ব্যাঙের লাশ! ঢেউয়ের ধাক্কায় সি বিচেও উঠে এসেছে অসংখ্য মরা সামুদ্রিক ব্যাঙের দেহ। যা দেখে পর্যটক থেকে পরিবেশবিদ কিংবা সাধারণ মানুষ, সকলেই চিন্তিত।
• দিঘার সমুদ্রে ভাসছে হাজার হাজার মৃত সামুদ্রিক ব্যাঙ (Puffer Fish) । দূষণ ছড়ানোর আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সর্বস্তরে! এ দিন বিকেলে হঠাৎই নিউ দিঘার সমুদ্রের জলে ভাসতে দেখা গেল মৃত সামুদ্রিক ব্যাঙের লাশ! ঢেউয়ের ধাক্কায় সি বিচেও উঠে এসেছে অসংখ্য মরা সামুদ্রিক ব্যাঙের দেহ। যা দেখে পর্যটক থেকে পরিবেশবিদ কিংবা সাধারণ মানুষ, সকলেই চিন্তিত।
advertisement
2/5
• মরা সামুদ্রিক ব্যাঙ জলে এবং তীরে পড়ে থেকে দূষণ ছড়াতে পারে, এই আশঙ্কায় বন দফতর চাইছে মৃত সামুদ্রিক ব্যাঙগুলি তুলে দূরে নিয়ে যেতে। যদিও এখনই ঘন্টার পর ঘন্টা মরা সামুদ্রিক ব্যাঙের দেহ পড়ে থেকে দূষণ ছড়াতে শুরু করেছে বলে স্থানীয়দের দাবি।
• মরা সামুদ্রিক ব্যাঙ জলে এবং তীরে পড়ে থেকে দূষণ ছড়াতে পারে, এই আশঙ্কায় বন দফতর চাইছে মৃত সামুদ্রিক ব্যাঙগুলি তুলে দূরে নিয়ে যেতে। যদিও এখনই ঘন্টার পর ঘন্টা মরা সামুদ্রিক ব্যাঙের দেহ পড়ে থেকে দূষণ ছড়াতে শুরু করেছে বলে স্থানীয়দের দাবি।
advertisement
3/5
• সমুদ্রে মাছ ধরেন যাঁরা, সেইসব মৎস্যজীবিদের জালে আটকেই হাজার হাজার সামুদ্রিক ব্যাঙের মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যদিও এভাবে হাজার ছাড়িয়ে লক্ষাধিক ব্যাঙের মৃতদেহ এ ভাবে এর আগে কখনও সমুদ্র তীরে পড়ে থাকতে দেখা যায়নি বলে সকলেই দাবি করছেন। করোনা এবং লকডাউনের সময়কালে এ ধরণের ঘটনায় দিঘা জুড়ে শোরগোল শুরু হয়েছে। ইকো সিস্টেমের ওপর প্রভাব ফেলতে পারে বলে পরিবেশ কর্মীদের দাবি।
• সমুদ্রে মাছ ধরেন যাঁরা, সেইসব মৎস্যজীবিদের জালে আটকেই হাজার হাজার সামুদ্রিক ব্যাঙের মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যদিও এভাবে হাজার ছাড়িয়ে লক্ষাধিক ব্যাঙের মৃতদেহ এ ভাবে এর আগে কখনও সমুদ্র তীরে পড়ে থাকতে দেখা যায়নি বলে সকলেই দাবি করছেন। করোনা এবং লকডাউনের সময়কালে এ ধরণের ঘটনায় দিঘা জুড়ে শোরগোল শুরু হয়েছে। ইকো সিস্টেমের ওপর প্রভাব ফেলতে পারে বলে পরিবেশ কর্মীদের দাবি।
advertisement
4/5
• স্থানীয় মানুষ এগুলোকে বলেন, সামুদ্রিক ব্যাঙ, আর পরিবেশবিদদের ভাষায় এগুলো Puffer Fish । কেন হঠাৎ এই বিপুল পরিমাণে পাফার ফিসের মৃত্যু হল তার কারণ খুঁজছেন পরিবেশবিদরা ।
• স্থানীয় মানুষ এগুলোকে বলেন, সামুদ্রিক ব্যাঙ, আর পরিবেশবিদদের ভাষায় এগুলো Puffer Fish । কেন হঠাৎ এই বিপুল পরিমাণে পাফার ফিসের মৃত্যু হল তার কারণ খুঁজছেন পরিবেশবিদরা ।
advertisement
5/5
• পরিবেশবিদরা জানাচ্ছেন, এইসব Puffer Fish মাঝ সমুদ্রেই থাকে। খাওয়ারের খোঁজ করতে করতে কিংবা ঝড়ের কারণে সৈকতের কাছাকাছি চলে এসেছিল। একসঙ্গে বহু Puffer Fish মৎস্যজীবিদের জালে জড়িয়ে এবং তীর ঘেঁষা সমুদ্রের দূষিত জলে মারা যায় এইসব সামুদ্রিক ব্যাঙ। এ গুলো খাওয়া হয় না। তাই পড়ে আছে তীর জুড়ে। জানা গিয়েছে, এগুলো মানুষের গায়ে লাগলে ভীষণ ভাবে চুলকোয়!
• পরিবেশবিদরা জানাচ্ছেন, এইসব Puffer Fish মাঝ সমুদ্রেই থাকে। খাওয়ারের খোঁজ করতে করতে কিংবা ঝড়ের কারণে সৈকতের কাছাকাছি চলে এসেছিল। একসঙ্গে বহু Puffer Fish মৎস্যজীবিদের জালে জড়িয়ে এবং তীর ঘেঁষা সমুদ্রের দূষিত জলে মারা যায় এইসব সামুদ্রিক ব্যাঙ। এ গুলো খাওয়া হয় না। তাই পড়ে আছে তীর জুড়ে। জানা গিয়েছে, এগুলো মানুষের গায়ে লাগলে ভীষণ ভাবে চুলকোয়!
advertisement
advertisement
advertisement