করোনা আতঙ্কে এবার রাজপথে নয়, মায়াপুরের ইসকন মন্দির চত্বরের ভিতরেই ঘুরল রথের চাকা

Last Updated:
এ বছর সোশাল মিডিয়াতেই ইসকনের রথযাত্রা দেখে সন্তুষ্ট থাকতে হবে ভক্তদের।
1/7
করোনা আতঙ্কে এবার রাজপথে নয়। ইসকনের রথযাত্রা এবার ভার্চুয়াল। রথাযাত্রা পালন হচ্ছে ইসকন মায়াপুর প্রাঙ্গণেই। চন্দ্রোদয় মন্দিরের উঁচু পাঁচিল ঘেরা চত্বরের ভিতরেই রথ টানা হচ্ছে। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
করোনা আতঙ্কে এবার রাজপথে নয়। ইসকনের রথযাত্রা এবার ভার্চুয়াল। রথাযাত্রা পালন হচ্ছে ইসকন মায়াপুর প্রাঙ্গণেই। চন্দ্রোদয় মন্দিরের উঁচু পাঁচিল ঘেরা চত্বরের ভিতরেই রথ টানা হচ্ছে। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
advertisement
2/7
মায়াপুরে থাকা ভক্তদেরও অনুমতি নেই সেখানে। শুধু সেবকরা যাবতীয় নিয়ম পালন করছেন। ইসকন কর্তৃপক্ষ আগেই জানিয়ে ছিল যে, মায়াপুরে এই বছর মন্দির প্রাঙ্গণের মধ্যেই রথ টানা হবে। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
মায়াপুরে থাকা ভক্তদেরও অনুমতি নেই সেখানে। শুধু সেবকরা যাবতীয় নিয়ম পালন করছেন। ইসকন কর্তৃপক্ষ আগেই জানিয়ে ছিল যে, মায়াপুরে এই বছর মন্দির প্রাঙ্গণের মধ্যেই রথ টানা হবে। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
advertisement
3/7
প্রতিবছর রথের দিন রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ভগবান জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত রথ সাড়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছয় ইসকন মন্দিরের অস্থায়ী মাসির বাড়িতে। কিন্তু এবছর করোনা ভাইরাসের জন্য নমো নমো করেই পালন হবে উৎসব। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
প্রতিবছর রথের দিন রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ভগবান জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত রথ সাড়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছয় ইসকন মন্দিরের অস্থায়ী মাসির বাড়িতে। কিন্তু এবছর করোনা ভাইরাসের জন্য নমো নমো করেই পালন হবে উৎসব। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
advertisement
4/7
মন্দির প্রাঙ্গণের মধ্যেই ভূমি দফতরে অস্থায়ী গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে। সেখানেই উল্টোরথ পর্যন্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রা থাকবেন। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
মন্দির প্রাঙ্গণের মধ্যেই ভূমি দফতরে অস্থায়ী গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে। সেখানেই উল্টোরথ পর্যন্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রা থাকবেন। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
advertisement
5/7
সামাজিক দূরত্ব ও সরকারি বিধি মেনেই পালিত হবে রথযাত্রা উৎসব। তবে ভক্তরা রথের রশিতে টান দিতে পারবেন না। বরং ঘরে বসেই সোশাল মিডিয়ার মাধ্যমে রথযাত্রা দেখতে পাবেন ভক্তরা।(Picture Courtesy: Somraj Bandopadhyay)
সামাজিক দূরত্ব ও সরকারি বিধি মেনেই পালিত হবে রথযাত্রা উৎসব। তবে ভক্তরা রথের রশিতে টান দিতে পারবেন না। বরং ঘরে বসেই সোশাল মিডিয়ার মাধ্যমে রথযাত্রা দেখতে পাবেন ভক্তরা।(Picture Courtesy: Somraj Bandopadhyay)
advertisement
6/7
সকনের রথ দেখতে প্রতিবছর দেশবিদেশের হাজার হাজার মানুষের সমাগম হয় ইসকনের মন্দিরে। এবছর করোনা ভাইরাসের জন্য সেই জৌলুস আর দেখা গেল না। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
সকনের রথ দেখতে প্রতিবছর দেশবিদেশের হাজার হাজার মানুষের সমাগম হয় ইসকনের মন্দিরে। এবছর করোনা ভাইরাসের জন্য সেই জৌলুস আর দেখা গেল না। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
advertisement
7/7
অনলাইনে দর্শন মিলবে জগন্নাথদেবের। আপাতত এ বছর সোশাল মিডিয়াতেই ইসকনের রথযাত্রা দেখে সন্তুষ্ট থাকতে হবে ভক্তদের। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
অনলাইনে দর্শন মিলবে জগন্নাথদেবের। আপাতত এ বছর সোশাল মিডিয়াতেই ইসকনের রথযাত্রা দেখে সন্তুষ্ট থাকতে হবে ভক্তদের। (Picture Courtesy: Somraj Bandopadhyay)
advertisement
advertisement
advertisement