North 24 Parganas News: বছর শেষে কলকাতা যেন হয়ে উঠেছে এক খণ্ড মরুদ্যান! কোথায় এই 'মিনি রাজস্থান'? জানেন না বেশিরভাগ

Last Updated:
বছর শেষে কলকাতা যেন হয়ে উঠেছে এক খন্ড মরুউদ্যান, কোথায় এই মিনি রাজস্থান! 
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বছর শেষে এবার রাজস্থানের সংস্কৃতিতে রঙিন শহর কলকাতা! রাজস্থানের লোকসংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকলা কে তুলে ধরে শুরু হয়েছে মরুধর মেলা। চড়ছে উটও
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বছর শেষে এবার রাজস্থানের সংস্কৃতিতে রঙিন শহর কলকাতা! রাজস্থানের লোকসংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকলা কে তুলে ধরে শুরু হয়েছে মরুধর মেলা। চড়ছে উটও
advertisement
2/6
যেখানে মরুপ্রদেশের জীবনধারা, হস্তশিল্প ও খাদ্যসংস্কৃতির বৈচিত্র্যও ধরা দিচ্ছে আগত দর্শকদের জন্য। এই মেলায় অংশ নিয়েছেন রাজস্থানের বিভিন্ন জেলার শিল্পী ও কারুশিল্পীরা। বাহারি রাজস্থানি পোষাক, বাঁধনি ও লেহরিয়া শাড়ি, হাতে তৈরি গয়না, কাঠ ও ধাতুর হস্তশিল্প সামগ্রী, চামড়ার তৈরি জুতো ও ব্যাগ- সব মিলিয়ে বিশেষ আকর্ষণ তৈরি করেছে বছর শেষের আনন্দে কে আরও দ্বিগুণ করতে
যেখানে মরুপ্রদেশের জীবনধারা, হস্তশিল্প ও খাদ্যসংস্কৃতির বৈচিত্র্যও ধরা দিচ্ছে আগত দর্শকদের জন্য। এই মেলায় অংশ নিয়েছেন রাজস্থানের বিভিন্ন জেলার শিল্পী ও কারুশিল্পীরা। বাহারি রাজস্থানি পোষাক, বাঁধনি ও লেহরিয়া শাড়ি, হাতে তৈরি গয়না, কাঠ ও ধাতুর হস্তশিল্প সামগ্রী, চামড়ার তৈরি জুতো ও ব্যাগ- সব মিলিয়ে বিশেষ আকর্ষণ তৈরি করেছে বছর শেষের আনন্দে কে আরও দ্বিগুণ করতে
advertisement
3/6
খাবারের স্টলগুলিতেও রাজস্থানের ঐতিহ্যবাহী স্বাদ উপভোগ করার সুযোগ পাচ্ছেন শহরবাসী। দাল-বাটি-চুরমা, গাট্টে কি সবজি, কচৌরি, মির্চি বড়া থেকে শুরু করে ঘেওয়ার ও মালপুয়া, জেলেবির মতো মিষ্টাও বিশেষ চাহিদা তৈরি করেছে
খাবারের স্টলগুলিতেও রাজস্থানের ঐতিহ্যবাহী স্বাদ উপভোগ করার সুযোগ পাচ্ছেন শহরবাসী। দাল-বাটি-চুরমা, গাট্টে কি সবজি, কচৌরি, মির্চি বড়া থেকে শুরু করে ঘেওয়ার ও মালপুয়া, জেলেবির মতো মিষ্টাও বিশেষ চাহিদা তৈরি করেছে
advertisement
4/6
মেলার অন্যতম আকর্ষণ হিসেবে প্রতিদিনই থাকছে রাজস্থানের লোকসংগীত ও লোকনৃত্য অনুষ্ঠান। কালবেলিয়া নৃত্য, ঘুমর নাচ ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে দর্শকদের মন জয় করছেন শিল্পীরা। পাশাপাশি রাজস্থানের ইতিহাস ও পর্যটনকে তুলে ধরতে তথ্যভিত্তিক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে
মেলার অন্যতম আকর্ষণ হিসেবে প্রতিদিনই থাকছে রাজস্থানের লোকসংগীত ও লোকনৃত্য অনুষ্ঠান। কালবেলিয়া নৃত্য, ঘুমর নাচ ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে দর্শকদের মন জয় করছেন শিল্পীরা। পাশাপাশি রাজস্থানের ইতিহাস ও পর্যটনকে তুলে ধরতে তথ্যভিত্তিক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে
advertisement
5/6
আয়োজকদের দাবি, এই মেলার মাধ্যমে একদিকে যেমন রাজস্থানের শিল্প ও সংস্কৃতিকে দেশবাসীর সামনে তুলে ধরা হচ্ছে, তেমনই অন্যদিকে শিল্পীরা তাঁদের তৈরি সামগ্রীর ন্যায্য বাজার পাচ্ছেন। এই মেলায় কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো
আয়োজকদের দাবি, এই মেলার মাধ্যমে একদিকে যেমন রাজস্থানের শিল্প ও সংস্কৃতিকে দেশবাসীর সামনে তুলে ধরা হচ্ছে, তেমনই অন্যদিকে শিল্পীরা তাঁদের তৈরি সামগ্রীর ন্যায্য বাজার পাচ্ছেন। এই মেলায় কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো
advertisement
6/6
সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে হচ্ছে এই মরুধর মেলা। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এটি। ৬টা থেকেই খুলে যাচ্ছে এই মিনি রাজস্থান। যেন এক খণ্ড মরুভূমি নগরী
সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে হচ্ছে এই মরুধর মেলা। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এটি। ৬টা থেকেই খুলে যাচ্ছে এই মিনি রাজস্থান। যেন এক খণ্ড মরুভূমি নগরী।
advertisement
advertisement
advertisement