Mandarmani Hotels: ১৪০ নয়, অচিরেই গুঁড়িয়ে যাবে মন্দারমণি বিচ সংলগ্ন ১৬৪ হোটেল-রিসর্ট? বড়দিনের আগে হুলুস্থুল কাণ্ড
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Mandarmani Hotels: শীতকালীন পর্যটন মরশুম শুরুর মুখেই মন্দারমনি জুড়ে হুলুস্থুল কাণ্ড প্রশাসনের নির্দেশিকা ঘিরে। পর্যটন মানচিত্রে হারিয়ে যাবে মন্দারমণি এমনই মন্তব্য করলেন হোটেল ব্যবসায়ীরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*প্রায় দু'বছর আগের জাতীয় পরিবেশ আদালতের এই নির্দেশ কার্যকর করতে তৎপর হয়েছে জেলা প্রশাসন। আগামী ২০ নভেম্বরের মধ্যে হোটেলগুলিকে নিজ নিজ উদ্যোগে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নচেৎ প্রশাসনিক উদ্যোগে উচ্ছেদ কার্যকর করা হবে। এই মর্মে জারি হওয়া নোটিস সোমবার হোটেলে হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে। ফাইল ছবি।
advertisement
advertisement
*হোটেল ভাঙার নির্দেশ হাতে পাবার পরেই কলকাতা উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে মন্দারমণি হোটেল ব্যবসায়ীরা, এ বিষয়ে হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক আদক জানান, প্রথমে ১৪০টি, দ্বিতীয় দফায় ২৪টি, মোট ১৬৪ হোটেল ও রিসর্টকে অবৈধভাবে নির্মাণের অভিযোগে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ফাইল ছবি।
advertisement
advertisement