টানা তিন ঘণ্টা দিঘার পথেপথে হাঁটলেন মুখ্যমন্ত্রী, রথযাত্রায় একের পর এক চমক! সৈকত নগরীতে জনসমুদ্র
- Published by:Tias Banerjee
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
মাসির বাড়ি প্রাঙ্গণে ছিল কীর্তনের ধ্বনি, ঢাকের বাদ্যি আর শঙ্খধ্বনির আবহ। বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা এই অনন্য মুহূর্তের সাক্ষী হতে পেরে আবেগাপ্লুত। মুখ্যমন্ত্রীর উপস্থিতি এই আয়োজনকে আরও আলাদা মাত্রা দিয়েছে।
দিঘায় প্রথমবারের জন্য গড়াল জগন্নাথদেবের রথের চাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নারকেল ফাটিয়ে ও সোনার ঝাড়ু দিয়ে রথের সামনে ঝাঁট দেওয়ার মধ্য দিয়ে সূচনা হয় এই ধর্মীয় আচারপর্বের। এরপর রথের সামনেই দাঁড়িয়ে উপাসনা করেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ মন্দির চত্বরে আয়োজিত এই ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি নিজেই।
advertisement
রথযাত্রার আকর্ষণ এ বছর আর পুরী নয়, দিঘা! দিঘায় রথযাত্রা উপলক্ষে বিশেষভাবে তৈরি 'মাসির বাড়ি'তে আজ সকালে পৌঁছে জগন্নাথদেবের আরতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরতি শেষে তিনি কিছুক্ষণ সেখানে সময় কাটান এবং পরে একটি হোটেলের উদ্দেশে রওনা দেন। মুখ্যমন্ত্রীর পুজোর মুহূর্ত ছিল শান্ত, গভীর এবং হৃদয়গ্রাহী।
advertisement
advertisement
মাসির বাড়িতে জগন্নাথদেবের আরতি করলেন মুখ্যমন্ত্রী । দিঘায় রথযাত্রা উপলক্ষে বিশেষভাবে তৈরি 'মাসির বাড়ি'তে আজ সকালে পৌঁছে জগন্নাথদেবের আরতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরতি শেষে তিনি কিছুক্ষণ সেখানে সময় কাটান এবং পরে একটি হোটেলের উদ্দেশে রওনা দেন। মুখ্যমন্ত্রীর পুজোর মুহূর্ত ছিল শান্ত, গভীর এবং হৃদয়গ্রাহী।
advertisement
ডিএনএ বদলে গত এপ্রিল মাসেই পর্যটন কেন্দ্র থেকে তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে দিঘা। সেই দিঘায় এবার রথযাত্রা। রথযাত্রাকে কেন্দ্র করে দিঘায় বসেছে হরেক রকমের দোকান। নানা রকম পুতুলের পাশাপাশি দেবদেবীর বিভিন্ন সামগ্রীর দোকান বসেছে জগন্নাথ মন্দির চত্বরে। কাতারে কাতারে মানুষ রথ দর্ষণের পাশাপাশি ঘুরে দেখছেন দোকানগুলিতেও। কিনছেন নানান ধরনের সামগ্রী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement