Makar Sankranti 2023: সকাল থেকে মকর সংক্রান্তির পুণ্যস্নানের ভিড়, জেলার ঘাটগুলিতে কড়া নজরদারি

Last Updated:
Makar Sankranti 2023: তবে সব নদী ঘাটগুলিই ঘন কুয়াশায় ঘিরে ছিল সকাল থেকে।
1/5
আজ মকর সংক্রান্তির পুণ্যস্নান। পুর্ব মেদিনীপুরের বিভিন্ন নদী ঘাটগুলিতে সকাল থেকে লক্ষ্য করা গেল মানুষের ভিড়। কুয়াশায় ঘেরা পরিবেশে তমলুকের রূপনাণের ঘাটে নেমে স্নান করলেন মানুষ।
আজ মকর সংক্রান্তির পুণ্যস্নান। পুর্ব মেদিনীপুরের বিভিন্ন নদী ঘাটগুলিতে সকাল থেকে লক্ষ্য করা গেল মানুষের ভিড়। কুয়াশায় ঘেরা পরিবেশে তমলুকের রূপনাণের ঘাটে নেমে স্নান করলেন মানুষ।
advertisement
2/5
জেলার নদী ঘাটগুলিতে চলেছে প্রশাসনের কড়া নজদারি। স্পিড বোট থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স-সহ সবরকম ব্যবস্থা ছিল বিশেষ বিশেষ ঘাটগুলিতে।
জেলার নদী ঘাটগুলিতে চলেছে প্রশাসনের কড়া নজদারি। স্পিড বোট থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স-সহ সবরকম ব্যবস্থা ছিল বিশেষ বিশেষ ঘাটগুলিতে।
advertisement
3/5
দিঘা থেকে কোলাঘাট, তমলুক থেকে হলদিয়া সর্বত্রই নদী এবং সমুদ্র সৈকতজুড়ে পুণ্যলাভের আশায় মকর সংক্রান্তির স্নানে মেতেছেন সকলে।
দিঘা থেকে কোলাঘাট, তমলুক থেকে হলদিয়া সর্বত্রই নদী এবং সমুদ্র সৈকতজুড়ে পুণ্যলাভের আশায় মকর সংক্রান্তির স্নানে মেতেছেন সকলে।
advertisement
4/5
স্নান চলছে হলদিয়ার টাউনশিপে হলদি নদীতে। চলছে কোলাঘাট ও গেঁওখালি-সহ জেলার সব নদীতেই।
স্নান চলছে হলদিয়ার টাউনশিপে হলদি নদীতে। চলছে কোলাঘাট ও গেঁওখালি-সহ জেলার সব নদীতেই।
advertisement
5/5
তবে সব নদী ঘাটগুলিই ঘন কুয়াশায় ঘিরে ছিল সকাল থেকে।
তবে সব নদী ঘাটগুলিই ঘন কুয়াশায় ঘিরে ছিল সকাল থেকে।
advertisement
advertisement
advertisement