Howrah News: জিটি রোডে ওয়ান-ওয়ে যান চলাচল! বাড়ল আরও দু'ঘণ্টা সময় 

Last Updated:
সকালে আধঘন্টা আগে এবং সন্ধ্যায় আরও দেড়ঘন্টা বাড়ান হল ওয়ান-ওয়ে যান চলাচল হাওড়া জিটি রোডে
1/5
হাওড়া শহরে যান চলাচলে সময় পরিবর্তন! শহরে যানজট নিয়ন্ত্রণ করেতে সময় পরিবর্তনা হাওড়া সিটি পুলিশের । হাওড়ার জি টি রোডে যান চলাচলের ক্ষেত্রে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
হাওড়া শহরে যান চলাচলে সময় পরিবর্তন! শহরে যানজট নিয়ন্ত্রণ করেতে সময় পরিবর্তনা হাওড়া সিটি পুলিশের । হাওড়ার জি টি রোডে যান চলাচলের ক্ষেত্রে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
হাওড়া জি টি রোডে ওয়ান-ওয়ে যান চলাচলের সময় সীমা বেড়ে গেল। এতদিন কাজীপাড়া থেকে বঙ্গবাসী যাবার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে সময়সীমা বেধে দেয়া হয়েছিল সেই সময়সী সকাল -সন্ধ্যা মিলিয়ে প্রায় দুই ঘন্টা বাড়ান হল l
হাওড়া জি টি রোডে ওয়ান-ওয়ে যান চলাচলের সময় সীমা বেড়ে গেল। এতদিন কাজীপাড়া থেকে বঙ্গবাসী যাবার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে সময়সীমা বেধে দেয়া হয়েছিল সেই সময়সী সকাল -সন্ধ্যা মিলিয়ে প্রায় দুই ঘন্টা বাড়ান হল l
advertisement
3/5
জি টি রোড ওয়ান ওয়ে গাড়ি চলাচলের ক্ষেত্রে, সকাল ৮ থেকে রাত্রি ৮ পর্যন্ত ছিল। সেই সময়সূচি সকাল ৭:৩০ থেকে রাত্রি ৯:৩০ পর্যন্ত ওয়ান-ওয়ে কার্যকর থাকবে।
জি টি রোড ওয়ান ওয়ে গাড়ি চলাচলের ক্ষেত্রে, সকাল ৮ থেকে রাত্রি ৮ পর্যন্ত ছিল। সেই সময়সূচি সকাল ৭:৩০ থেকে রাত্রি ৯:৩০ পর্যন্ত ওয়ান-ওয়ে কার্যকর থাকবে।
advertisement
4/5
ফেরার ক্ষেত্রে শিবপুর গামী সমস্ত গাড়ি ফোরসোর রোড হয়ে জগৎমুখার্জি রোড কাজীপাড়া জিটি রোডে উঠবে। বেলুড় বাজার জেএন মুখার্জি রোড হয়ে হাওড়া স্টেশনের আসবে।
ফেরার ক্ষেত্রে শিবপুর গামী সমস্ত গাড়ি ফোরসোর রোড হয়ে জগৎমুখার্জি রোড কাজীপাড়া জিটি রোডে উঠবে।বেলুড় বাজার জেএন মুখার্জি রোড হয়ে হাওড়া স্টেশনের আসবে।
advertisement
5/5
পুলিশ সূত্রে জানা যায়, শহরে গাড়ির চাপ দারুন ভাবে বাড়ছে। সেই মত হাওড়ার জি টি রোডে গাড়ির চাপও দারুন ভাবে বাড়ছে। সুস্থভাবে যান চলাচল করতে সকালে ৩০ মিনিট আগে ওয়ান-ওয়ে কার্যকর হচ্ছে। একই সঙ্গে রাত্রে পুরনো সময়ের পরিবর্তে আরও দেড় ঘন্টা অতিরিক্ত সময় পর্যন্ত ওয়ান-ওয়ে বজায় থাকবে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
পুলিশ সূত্রে জানা যায়, শহরে গাড়ির চাপ দারুন ভাবে বাড়ছে। সেই মত হাওড়ার জি টি রোডে গাড়ির চাপও দারুন ভাবে বাড়ছে। সুস্থভাবে যান চলাচল করতে সকালে ৩০ মিনিট আগে ওয়ান-ওয়ে কার্যকর হচ্ছে। একই সঙ্গে রাত্রে পুরনো সময়ের পরিবর্তে আরও দেড় ঘন্টা অতিরিক্ত সময় পর্যন্ত ওয়ান-ওয়ে বজায় থাকবে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement