DVC Water Discharge: ফের জল জল ছাড়ল ডিভিসি-পাঞ্চেত, পুজোর মুখে বন্যার আশঙ্কায় বাংলা

Last Updated:
maithon and panchet again discharge huge water many villages in West Bengal are under threat of floods: সোমবারের পর মঙ্গলবারও ফের জল ছেড়েছে মাইথন এবং পাঞ্চেত। যদিও এদিন মাইথন কম জল ছেড়েছে। জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে পাঞ্চেত।
1/7
নাছোড় বৃষ্টিপাত। তারপর ফলেই মঙ্গলবার ফের জল ছাড়ল ডিভিসির মাইথন এবং পাঞ্চেত ড্যাম।
নাছোড় বৃষ্টিপাত। তারপর ফলেই মঙ্গলবার ফের জল ছাড়ল ডিভিসির মাইথন এবং পাঞ্চেত ড্যাম।
advertisement
2/7
ঝাড়খন্ড এবং বাংলার একাধিক জেলায় ২-৩ দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তারফলে জলস্তর বেড়েছে দামোদর ও বরাকর নদীতে।
ঝাড়খন্ড এবং বাংলার একাধিক জেলায় ২-৩ দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তারফলে জলস্তর বেড়েছে দামোদর ও বরাকর নদীতে।
advertisement
3/7
জলাধারে হু হু করে জল ঢুকতে থাকায়, ব্যাপক জল ছাড়া হচ্ছে। যার ফলে বাংলার নিম্ন অববাহিকা এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিচ্ছে।
জলাধারে হু হু করে জল ঢুকতে থাকায়, ব্যাপক জল ছাড়া হচ্ছে। যার ফলে বাংলার নিম্ন অববাহিকা এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিচ্ছে।
advertisement
4/7
সোমবারের পর মঙ্গলবারও ফের জল ছেড়েছে মাইথন এবং পাঞ্চেত। যদিও এদিন মাইথন কম জল ছেড়েছে। জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে পাঞ্চেত।
সোমবারের পর মঙ্গলবারও ফের জল ছেড়েছে মাইথন এবং পাঞ্চেত। যদিও এদিন মাইথন কম জল ছেড়েছে। জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে পাঞ্চেত।
advertisement
5/7
মঙ্গলবার ৭৫ হাজার কিউসেক জল ছেড়েছে পাঞ্চেত। মাইথন পরিমাণ কমিয়ে এদিন ৩৫ হাজার কিউসেক জল ছেড়েছে।
মঙ্গলবার ৭৫ হাজার কিউসেক জল ছেড়েছে পাঞ্চেত। মাইথন পরিমাণ কমিয়ে এদিন ৩৫ হাজার কিউসেক জল ছেড়েছে।
advertisement
6/7
ডিভিসি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দামোদর ও বরাকর নদীর উচ্চ উপত‍্যকা তথা ঝাড়খণ্ড ও বাংলা সীমান্তে ধারাবাহিক ভারী বৃষ্টির কারনেই দুই জলাধার থেকে জল ছাড়াতে হচ্ছে।
ডিভিসি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দামোদর ও বরাকর নদীর উচ্চ উপত‍্যকা তথা ঝাড়খণ্ড ও বাংলা সীমান্তে ধারাবাহিক ভারী বৃষ্টির কারনেই দুই জলাধার থেকে জল ছাড়াতে হচ্ছে।
advertisement
7/7
পরপর দু'দিন এত বেশি পরিমান জল ছাড়ার ফলে, দামদরের নিম্ন উপত‍্যকার বিভিন্ন অঞ্চলে প্লাবনের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
পরপর দু'দিন এত বেশি পরিমান জল ছাড়ার ফলে, দামদরের নিম্ন উপত‍্যকার বিভিন্ন অঞ্চলে প্লাবনের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
advertisement