Mahashivratri 2025: হার মানবে শ্রাবণ মাসের জলাভিষেক! শিবরাত্রিতে সুসজ্জিত বাঁকে ঘড়া ঘড়া জল! এমন ছবি দেখা যায় এই শিবমন্দিরে

Last Updated:
শ্রাবণ মাস নয় এখানে শিবরাত্রিতে বাঁকে জল ঢালার হিড়িক লাগে ভক্তদের
1/5
শ্রাবণ মাস নয় এখানে শিবরাত্রিতে বাঁকে জল ঢালার হিড়িক লাগে ভক্তদের! হাজার হাজার ভক্ত গঙ্গার ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে পায়ে হেঁটে পুরুষ-মহিলা ভক্ত পৌঁছন বাবার কাছে।
শ্রাবণ মাস নয়, এখানে শিবরাত্রিতে বাঁকে জল ঢালার হিড়িক লাগে ভক্তদের! হাজার হাজার ভক্ত গঙ্গার ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে পায়ে হেঁটে পুরুষ-মহিলা ভক্ত পৌঁছন বাবার কাছে।
advertisement
2/5
আরও বেশি আকর্ষণীয় হল এখানে ভক্তদের কাঁধে দেখা যায় সুসজ্জিত বাঁক। বাঁকে আকর্ষণীয় সাজ ও মডেল। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাতভর ভক্ত সমাগম কয়েক শতাব্দী প্রাচীন ধাম সিদ্ধেশ্বরে।
আরও বেশি আকর্ষণীয় হল এখানে ভক্তদের কাঁধে দেখা যায় সুসজ্জিত বাঁক। বাঁকে আকর্ষণীয় সাজ ও মডেল। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাতভর ভক্ত সমাগম কয়েক শতাব্দী প্রাচীন ধাম সিদ্ধেশ্বরে।
advertisement
3/5
বাঁকে নানা সাজের সঙ্গে বিভিন্ন মডেল হর-পার্বতী, দুর্গা,কালী, পঞ্চমুখী সর্প, মহাকাল। এছাড়াও ভিন্ন সাজে সেজে ভক্তরা কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে চলেছেন।
বাঁকে নানা সাজের সঙ্গে বিভিন্ন মডেল হর-পার্বতী, দুর্গা,কালী, পঞ্চমুখী সর্প, মহাকাল। এছাড়াও ভিন্ন সাজে সেজে ভক্তরা কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে চলেছেন।
advertisement
4/5
প্রতি বছরের ন্যায়, চাঁপাতলা গঙ্গার ঘাট থেকে সাঁকরাইল, ডোমজুড়, পাঁচলা ও জগৎবল্ল বিভিন্ন ব্লক থেকে হাজার হাজার ভক্ত সিদ্ধেশ্বরে শিবরাত্রিতে জল ঢালতে আসেন। ক্রমেই বাড়ছে বাঁকে করে জল ঢালার প্রবণতা।
প্রতি বছরের ন্যায়, চাঁপাতলা গঙ্গার ঘাট থেকে সাঁকরাইল, ডোমজুড়, পাঁচলা ও জগৎবল্ল বিভিন্ন ব্লক থেকে হাজার হাজার ভক্ত সিদ্ধেশ্বরে শিবরাত্রিতে জল ঢালতে আসেন। ক্রমেই বাড়ছে বাঁকে করে জল ঢালার প্রবণতা।
advertisement
5/5
শিবরাত্রিতে চাঁপাতলা গঙ্গার ঘাট থেকে সিদ্ধেশ্বর প্রায় ২০ কিমি পথ জুড়ে শুধুই চোখে পড়বে পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে ভক্তদের ঢল। যতদিন গড়াচ্ছে ভক্তদের বাঁকে অভিনবত্ব দেখা মিলছে। তা দেখতেই মানুষের ঢল নামে রাস্তার ধারে। বাঁক কাঁধে পায়ে হাঁটা ভক্তরা তাদের জন্য রাস্তার ধারে তৈরি হয় অসংখ্য শিবির। জল মিষ্টি প্রদানের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় সেখানে।
শিবরাত্রিতে চাঁপাতলা গঙ্গার ঘাট থেকে সিদ্ধেশ্বর প্রায় ২০ কিমি পথ জুড়ে শুধুই চোখে পড়বে পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে ভক্তদের ঢল। যতদিন গড়াচ্ছে ভক্তদের বাঁকে অভিনবত্ব দেখা মিলছে। তা দেখতেই মানুষের ঢল নামে রাস্তার ধারে। বাঁক কাঁধে পায়ে হাঁটা ভক্তরা তাদের জন্য রাস্তার ধারে তৈরি হয় অসংখ্য শিবির। জল মিষ্টি প্রদানের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় সেখানে।
advertisement
advertisement
advertisement