Kali puja at Tarapith: পোলাও, মাংস, পোড়া শোল মাছ- কালী পুজোয় তারাপীঠে দু' বার অন্ন ভোগ! সকাল থেকেই এলাহি আয়োজন

Last Updated:
কালী পুজো উপলক্ষে সকাল থেকেই মন্দির চত্বরে মায়ের ভোগ রান্নার এলাহি তোড়জোড় শুরু হয়ে যায়৷
1/5
কালীপুজো উপলক্ষে আজ তারাপীঠে সকাল থেকেই মা কালী রূপে আরাধনা করা হয় তারা মাকে৷ দু' বেলাই মাকে দেওয়া হয় অন্ন ভোগ৷ তথ্য ও ছবি- অক্ষয় ধীবর
কালীপুজো উপলক্ষে আজ তারাপীঠে সকাল থেকেই মা কালী রূপে আরাধনা করা হয় তারা মাকে৷ দু' বেলাই মাকে দেওয়া হয় অন্ন ভোগ৷ তথ্য ও ছবি- অক্ষয় ধীবর
advertisement
2/5
অন্ন ভোগে থাকে খিচুড়ি, পোলাও, পাঁচ রকম ভাজা, দু'-তিন রকমের তরকারি এবং মাছ। তথ্য ও ছবি- অক্ষয় ধীবর
অন্ন ভোগে থাকে খিচুড়ি, পোলাও, পাঁচ রকম ভাজা, দু'-তিন রকমের তরকারি এবং মাছ। তথ্য ও ছবি- অক্ষয় ধীবর
advertisement
3/5
একই সঙ্গে মন্দির চত্বরে বলির মাংস, পোড়ানো শোল মাছ, চাটনি, পায়েস ও মিষ্টির ভোগ নিবেদন করা হয়। এ ছাড়াও সন্ধ্যারতির সময় লুচি-মিষ্টিও নিবেদন করা হয়। তথ্য ও ছবি- অক্ষয় ধীবর
একই সঙ্গে মন্দির চত্বরে বলির মাংস, পোড়ানো শোল মাছ, চাটনি, পায়েস ও মিষ্টির ভোগ নিবেদন করা হয়। এ ছাড়াও সন্ধ্যারতির সময় লুচি-মিষ্টিও নিবেদন করা হয়। তথ্য ও ছবি- অক্ষয় ধীবর
advertisement
4/5
কালী পুজো উপলক্ষে সকাল থেকেই মন্দির চত্বরে মায়ের ভোগ রান্নার এলাহি তোড়জোড় শুরু হয়ে যায়৷ আজও তার ব্যতিক্রম হয়নি৷ তথ্য ও ছবি- অক্ষয় ধীবর
কালী পুজো উপলক্ষে সকাল থেকেই মন্দির চত্বরে মায়ের ভোগ রান্নার এলাহি তোড়জোড় শুরু হয়ে যায়৷ আজও তার ব্যতিক্রম হয়নি৷ তথ্য ও ছবি- অক্ষয় ধীবর
advertisement
5/5
 এ দিন রাজ বেশে সাজিয়ে মা তারাকে কালী রূপে পুজো করা হয়৷ স্বর্ণালঙ্কার শোভিত রাজ রাজেশ্বরী বেশে মা তারার দর্শন পাওয়ার জন্য কালী পুজোর দিন তারাপীঠে দর্শনার্থীরা ভিড় করেন। তথ্য ও ছবি- অক্ষয় ধীবর
এ দিন রাজ বেশে সাজিয়ে মা তারাকে কালী রূপে পুজো করা হয়৷ স্বর্ণালঙ্কার শোভিত রাজ রাজেশ্বরী বেশে মা তারার দর্শন পাওয়ার জন্য কালী পুজোর দিন তারাপীঠে দর্শনার্থীরা ভিড় করেন। তথ্য ও ছবি- অক্ষয় ধীবর
advertisement
advertisement
advertisement