Lotus Farming: নবাড়ির ছাদে ‘পদ্মের রাজ্য’! ৪২টিরও বেশি প্রজাতি রয়েছে পূর্বস্থলীর উৎসবের বাগানে

Last Updated:
ভারতীয় প্রজাতির মধ্যে রয়েছে সিতারা, ঐশ্বর্য, শ্বেতা, মোহনা, বাটার মিল্ক। বিদেশি পদ্মের মধ্যেও রয়েছে থাইল্যান্ডের অদিথি, রেড পেঙ্গুইন, জুলিয়েট, ডিলান, রেড অ্যামিটি ও সরস্বতীর মতো দুর্লভ প্রজাতি।
1/5
পূর্বস্থলীর এক তরুণ পড়ুয়া উৎসব ঢালি নিজের বাড়ির ছাদে গড়ে তুলেছেন এক স্বপ্নের বাগান। ৪২ প্রজাতির দেশি-বিদেশি পদ্ম চাষ করে সবাইকে চমকে দিয়েছেন তিনি।
পূর্বস্থলীর এক তরুণ পড়ুয়া উৎসব ঢালি নিজের বাড়ির ছাদে গড়ে তুলেছেন এক স্বপ্নের বাগান। ৪২ প্রজাতির দেশি-বিদেশি পদ্ম চাষ করে সবাইকে চমকে দিয়েছেন তিনি।
advertisement
2/5
উৎসবের এই ছাদবাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন বহু মানুষ। কেউ বলছেন, “এ যেন ছাদজুড়ে স্বর্গ”, তো কেউ বলছেন “ফুলের রাজ্য!”
উৎসবের এই ছাদবাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন বহু মানুষ। কেউ বলছেন, “এ যেন ছাদজুড়ে স্বর্গ”, তো কেউ বলছেন “ফুলের রাজ্য!”
advertisement
3/5
সোশ্যাল মিডিয়ায় দেখে প্রথম পদ্মচাষ শুরু করেন উৎসব। তাঁর কথায়, “স্টুডেন্টদের জন্য এই চাষ খুবই সহজ, পরিচর্যার সময় কম লাগে।”
সোশ্যাল মিডিয়ায় দেখে প্রথম পদ্মচাষ শুরু করেন উৎসব। তাঁর কথায়, “স্টুডেন্টদের জন্য এই চাষ খুবই সহজ, পরিচর্যার সময় কম লাগে।”
advertisement
4/5
উৎসবের বাবা ছোট কৃষক, মা গৃহবধূ। আর্থিক অসচ্ছলতার মধ্যেও বিএ পাশ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি নিজের স্বপ্ন আঁকড়ে ধরেছেন তিনি।
উৎসবের বাবা ছোট কৃষক, মা গৃহবধূ। আর্থিক অসচ্ছলতার মধ্যেও বিএ পাশ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি নিজের স্বপ্ন আঁকড়ে ধরেছেন তিনি।
advertisement
5/5
কলকাতা ও উত্তর দিনাজপুর থেকে সংগ্রহ করা বীজে ফুটেছে বাহারি পদ্ম লাল, সাদা, গোলাপি। সিতারা, ঐশ্বর্য থেকে শুরু করে থাইল্যান্ডের জুলিয়েট, ডিলান, সরস্বতী নানা দুর্লভ জাতই রয়েছে তাঁর ছাদে।
কলকাতা ও উত্তর দিনাজপুর থেকে সংগ্রহ করা বীজে ফুটেছে বাহারি পদ্ম লাল, সাদা, গোলাপি। সিতারা, ঐশ্বর্য থেকে শুরু করে থাইল্যান্ডের জুলিয়েট, ডিলান, সরস্বতী নানা দুর্লভ জাতই রয়েছে তাঁর ছাদে।
advertisement
advertisement
advertisement