জীবনের ঝুঁকি নিয়ে নৌকা করে চলছে পারাপার, সেতুর দাবিতে সরব এলাকাবাসী

Last Updated:
বড় বিপদ হয়ে যেতে পারে যে কোনও সময়তেই৷
1/4
বাঁকুড়া জয়পুর পাত্রসায়ের ব্লক। এই দুটি ব্লকের মাঝখান দিয়ে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদ। ব্লক দুটির অন্তর্গত প্রায় কয়েক হাজার মানুষের নদী পারাপারের জন্য একমাত্র ভরসা বলতে একটি মাত্র নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন গড়ে প্রায় কয়েক শ' মানুষ যাতায়াত করে থাকেন এ নৌকায় চেপে। মানুষের সঙ্গে সাইকেল মোটরসাইকেল ও সওয়ারি হন।
বাঁকুড়া জয়পুর পাত্রসায়ের ব্লক। এই দুটি ব্লকের মাঝখান দিয়ে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদ। ব্লক দুটির অন্তর্গত প্রায় কয়েক হাজার মানুষের নদী পারাপারের জন্য একমাত্র ভরসা বলতে একটি মাত্র নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন গড়ে প্রায় কয়েক শ' মানুষ যাতায়াত করে থাকেন এ নৌকায় চেপে। মানুষের সঙ্গে সাইকেল মোটরসাইকেল ও সওয়ারি হন।
advertisement
2/4
বাঁকুড়া জয়পুর পাত্রসায়ের ব্লক। এই দুটি ব্লকের মাঝখান দিয়ে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদ। ব্লক দুটির অন্তর্গত প্রায় কয়েক হাজার মানুষের নদী পারাপারের জন্য একমাত্র ভরসা বলতে একটি মাত্র নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন গড়ে প্রায় কয়েক শ' মানুষ যাতায়াত করে থাকেন এ নৌকায় চেপে। মানুষের সঙ্গে সাইকেল মোটরসাইকেল ও সওয়ারি হন।
বাঁকুড়া জয়পুর পাত্রসায়ের ব্লক। এই দুটি ব্লকের মাঝখান দিয়ে বয়ে চলেছে দ্বারকেশ্বর নদ। ব্লক দুটির অন্তর্গত প্রায় কয়েক হাজার মানুষের নদী পারাপারের জন্য একমাত্র ভরসা বলতে একটি মাত্র নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন গড়ে প্রায় কয়েক শ' মানুষ যাতায়াত করে থাকেন এ নৌকায় চেপে। মানুষের সঙ্গে সাইকেল মোটরসাইকেল ও সওয়ারি হন।
advertisement
3/4
দীর্ঘদিনের এই সমস্যা এলাকাবাসীর কাছে আজ বারোমাস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় এক দশকেরও বেশি সময় আগে পালাবদল ঘটেছে রাজ্য রাজনীতির। মুখ্যমন্ত্রীর বদান্যতায় অনেক কিছুই পেয়েছেন এলাকার মানুষ। তবে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পাত্রসায়ের ব্লকের নারাঙ্গি ঘাট ও জয়পুর ব্লকের পরাশিয়া ঘাটের কাছে একটি সেতুর দাবি আজও সরকারি আমলাদের কাছে ফাইলবন্দি রয়ে গেছে। প্রশাসনিক মহল 'দেখছি দেখব' এই আশার বাণী দিয়ে নিজেদের দায় সেরেছে।
দীর্ঘদিনের এই সমস্যা এলাকাবাসীর কাছে আজ বারোমাস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় এক দশকেরও বেশি সময় আগে পালাবদল ঘটেছে রাজ্য রাজনীতির। মুখ্যমন্ত্রীর বদান্যতায় অনেক কিছুই পেয়েছেন এলাকার মানুষ। তবে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পাত্রসায়ের ব্লকের নারাঙ্গি ঘাট ও জয়পুর ব্লকের পরাশিয়া ঘাটের কাছে একটি সেতুর দাবি আজও সরকারি আমলাদের কাছে ফাইলবন্দি রয়ে গেছে। প্রশাসনিক মহল 'দেখছি দেখব' এই আশার বাণী দিয়ে নিজেদের দায় সেরেছে।
advertisement
4/4
কিন্তু একটি সেতু না থাকায় সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আদৌ আওয়াজ সরকারি আমলাদের কানে পৌঁছায় কিনা, পৌঁছালো সেটি সেভাবে আমল পায় কিনা- সেই আশাতেই রয়েছে বাঁকুড়ার এই প্রান্তিক এলাকার হাজার হাজার মানুষ।
কিন্তু একটি সেতু না থাকায় সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। আদৌ আওয়াজ সরকারি আমলাদের কানে পৌঁছায় কিনা, পৌঁছালো সেটি সেভাবে আমল পায় কিনা- সেই আশাতেই রয়েছে বাঁকুড়ার এই প্রান্তিক এলাকার হাজার হাজার মানুষ।
advertisement
advertisement
advertisement