সাংসদের টাকায় আলোকিত ভাঙড়, শওকতের নিশানায় বিধায়ক
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
সাংসদ সায়নী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড় বিধানসভার জাগুলগাছির গোবিন্দপুর, কাঁঠালিয়া, শানপুকুর বাজার, কচুয়া বাজার, সাতুলিয়া, গাবতলা সহ ১৩টি বাজার এলাকায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ওই পথবাতি লাগানো হয়
![যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষের সংসদ তহবিলের টাকায় ভাঙড়ের বিভিন্ন বাজারে লাগানো হল পথবাতি। সম্প্রতি ১৩টি বাজার এলাকায় এর উদ্বোধন করা হয়েছে।[ছবি ও তথ্য: সুমন সাহা] যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষের সংসদ তহবিলের টাকায় ভাঙড়ের বিভিন্ন বাজারে লাগানো হল পথবাতি। সম্প্রতি ১৩টি বাজার এলাকায় এর উদ্বোধন করা হয়েছে।[ছবি ও তথ্য: সুমন সাহা]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5416946_20250830_144218_watermark_30082025_144655_1.jpg?impolicy=website&width=827&height=620)