হোম » ছবি » দক্ষিণবঙ্গ » 'পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান?' লক্ষ্মীর জবাবে জোর জল্পনা

'পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান?' লক্ষ্মীর জবাবে জোর জল্পনা

  • Bangla Editor

  • 15

    'পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান?' লক্ষ্মীর জবাবে জোর জল্পনা

    কোনও বিতর্ক রাখতে চাননি৷ কিন্তু রাজনীতি থেকে সাময়িক অবসর ঘোষণা কথা বলতে গিয়ে নিজের অবস্থান নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিলেন লক্ষ্মীরতন শুক্ল৷ তাঁকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? জবাবে লক্ষ্মী বলেন, 'আমার পরিবারের শুভেচ্ছা সবার সঙ্গেই থাকবে৷' লক্ষ্যণীয় ভাবে এ ক্ষেত্রে মমতার নাম উল্লেখ করেননি সদ্য মন্ত্রিত্ব এবং তৃণমূল জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়া লক্ষ্মী৷

    MORE
    GALLERIES

  • 25

    'পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান?' লক্ষ্মীর জবাবে জোর জল্পনা

    লক্ষ্মীরতন অবশ্য এ দিনও দাবি করেছেন, তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক রয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধাও থাকবে৷ কিন্তু কেন তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মমতার নাম বললেন না, তা নিয়ে জল্পনা শুরু হতে বাধ্য৷ কারণ মন্ত্রিত্ব এবং জেলা সভাপতির পদ ছাড়লেও আনুষ্ঠানিক ভাবে এখনও তৃণমূলের সদস্যপদ ছাড়েননি লক্ষ্মী৷ ইস্তফাপত্রে বলেছিলেন, তিনি রাজনীতি থেকে আপতত সরে যেতে চান৷ তবে জনতার ভোটে নির্বাচিত হওয়ায় বিধায়ক পদে থাকছেন৷ এ দিনও একই কথা বলেছেন লক্ষ্মী৷

    MORE
    GALLERIES

  • 35

    'পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান?' লক্ষ্মীর জবাবে জোর জল্পনা

    এ দিন সাংবাদিক বৈঠকে লক্ষ্মীকে প্রশ্ন করা হয়েছিল, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান তিনি? জবাবে ইঙ্গিতপূর্ণ ভাবে লক্ষ্মী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী বেছে নিয়েছিলেন৷ সবাই জানে, কর্ম অনুযায়ী ফল পাওয়া যায়৷ যে যেমন কাজ করবে, মানুষ সেই মতো ভোট দেবে৷ আমার এবং আমার পরিবারের শুভেচ্ছা সবার সঙ্গেই থাকবে৷'

    MORE
    GALLERIES

  • 45

    'পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান?' লক্ষ্মীর জবাবে জোর জল্পনা

    লক্ষ্মী অবশ্য এ দিন সেই বিতর্কে ঢুকতে চাননি লক্ষ্মী৷ তাঁর কথায়, 'গত সাড়ে চার বছরে যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই৷ কারও প্রতি কোনও ক্ষোভ নেই৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাকে ভোটে দাঁড়াতে৷ ওনার প্রতি আমার শ্রদ্ধা ছিল, আছে আর থাকবে৷'

    MORE
    GALLERIES

  • 55

    'পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান?' লক্ষ্মীর জবাবে জোর জল্পনা

    বিতর্ক এড়ালেও ধোঁয়াশা রেখে লক্ষ্মী অবশ্য বলেন, 'আমি সরে আসিনি৷ বিধায়ক পদে থাকছি৷ কিছু জিনিস আমি সংবাদমাধ্যমে বলতে চাইনা৷ এমন কিছু কথা থাকে, যা ভিতরে থাকাই ভাল৷ কিছু জিনিস আমি রাস্তায় নিয়ে আসতে চাই না৷' তবে কী সেই কথা, তা নিয়ে মুখে কুলুপ আঁটেন লক্ষ্মী৷

    MORE
    GALLERIES