Jagadhatri Puja: মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েই জগদ্ধাত্রী পুজোর থিম! কৃষ্ণনগরের বাঘাডাঙ্গা বারোয়ারির নতুন চমক

Last Updated:
Jagadhatri Puja- কৃষ্ণনগরের অন্যতম উল্লেখযোগ্য পুজো গুলির মধ্যে একটি বাঘাডাঙ্গা বারোয়ারি। প্রত্যেক বছরই এদের পুজো মণ্ডপ এবং মূর্তি নজর কাড়ে দর্শকদের।
1/6
রাজ্যের মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে নারী শক্তিকেই মূল মন্ত্র করে নদিয়ার কৃষ্ণনগরের অন্যতম শ্রেষ্ঠ বাঘাডাঙ্গা বারোয়ারির জগদ্ধাত্রী পুজোর এবারের থিম। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
রাজ্যের মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে নারী শক্তিকেই মূল মন্ত্র করে নদিয়ার কৃষ্ণনগরের অন্যতম শ্রেষ্ঠ বাঘাডাঙ্গা বারোয়ারির জগদ্ধাত্রী পুজোর এবারের থিম। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
নদিয়ার কৃষ্ণনগর জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য, তাই শারদীয়া দুর্গোৎসরের রেস কাটতে না কাটতেই এবার কৃষ্ণনগর জুড়ে জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা শুরু।
নদিয়ার কৃষ্ণনগর জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য, তাই শারদীয়া দুর্গোৎসরের রেস কাটতে না কাটতেই এবার কৃষ্ণনগর জুড়ে জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা শুরু।
advertisement
3/6
এদিন নদিয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যমন্ডিত প্রায় ১৭০ বছরের পুরনো বাঘাডাঙ্গা বারোয়ারির খুঁটিপুজো সম্পন্ন হল তার পাশাপাশি উন্মোচন করা হলো নতুন পূজা মন্ডপ থিমের।
এদিন নদিয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যমন্ডিত প্রায় ১৭০ বছরের পুরনো বাঘাডাঙ্গা বারোয়ারির খুঁটিপুজো সম্পন্ন হল। পাশাপাশি উন্মোচন করা হল নতুন পূজা মন্ডপ থিমের।
advertisement
4/6
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী আর তাই সেই দিকের কথা চিন্তা করে এবারে বাঘাডাঙ্গা বারোয়ারির চিন্তাভাবনা নারী শক্তি। এ বছরে তাদের পুজোর বাজেট আনুমানিক ৩৫ লক্ষ টাকা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী, আর তাই সেই দিকের কথা চিন্তা করে এবারে বাঘাডাঙ্গা বারোয়ারির চিন্তাভাবনা নারী শক্তি। এ বছরে তাদের পুজোর বাজেট আনুমানিক ৩৫ লক্ষ টাকা।
advertisement
5/6
পুজোতে এবারও থাকছে বিভিন্ন রকম আলোর খেলা এবং সুসজ্জিত পুজো মন্ডপ তার সঙ্গে মায়ের আরতির সময় ১০৮ টি ঢাক। সবমিলিয়ে এবছরের জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরের বাঘাডাঙ্গা বারোয়ারী বিশেষ নজর করবে নদিয়াবাসীর, এমনটাই মনে করছেন পুজো উদ্যোক্তারা।
পুজোতে এবারও থাকছে বিভিন্ন রকম আলোর খেলা এবং সুসজ্জিত পুজো মন্ডপ। তার সঙ্গে মায়ের আরতির সময় ১০৮ টি ঢাক। সব মিলিয়ে এবছরের জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরের বাঘাডাঙ্গা বারোয়ারী বিশেষ নজর করবে নদিয়াবাসীর, এমনটাই মনে করছেন পুজো উদ্যোক্তারা।
advertisement
6/6
প্রসঙ্গত, কৃষ্ণনগরের অন্যতম উল্লেখযোগ্য পুজো গুলির মধ্যে একটি বাঘাডাঙ্গা বারোয়ারি। প্রত্যেক বছরই এদের পুজো মণ্ডপ এবং মূর্তি নজর কাড়ে দর্শকদের। বিশেষ করে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা হয় দেখার মত।
প্রসঙ্গত, কৃষ্ণনগরের অন্যতম উল্লেখযোগ্য পুজো গুলির মধ্যে একটি বাঘাডাঙ্গা বারোয়ারি। প্রত্যেক বছরই এদের পুজো মণ্ডপ এবং মূর্তি নজর কাড়ে দর্শকদের। বিশেষ করে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা হয় দেখার মতো।
advertisement
advertisement
advertisement