Latest Weather: উত্তুরে হাওয়ায় শীতের আমেজ, বাংলা জুড়ে নামছে পারদ! কলকাতা-সহ কোথায় কতটা ঠান্ডা পড়বে জেনে নিন, আবহাওয়ার আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Tias Banerjee
Last Updated:
Latest Weather: রাজ্যে ক্রমশ দাপট বাড়াচ্ছে শীতল পশ্চিমী হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী পাঁচ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ নামবে আরও নীচে— ১৫ ডিগ্রির নিচেও নামার সম্ভাবনা।
রাজ্যে ক্রমশ দাপট বাড়াচ্ছে শীতল পশ্চিমী হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী পাঁচ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে পারদ নামবে আরও নীচে— ১৫ ডিগ্রির নীচেও নামার সম্ভাবনা। আপাতত রাজ্যজুড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, শীতের আমেজ বজায় থাকবে অন্তত শনিবার পর্যন্ত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









