Murshidabad: বাংলা সাহিত্যের বিরল দৃষ্টান্ত 'সৈয়দ মুস্তাফা সিরাজ'! কৈশোরকালে বাড়ি থেকে পালিয়ে...! জন্মবার্ষিকীতে জানুন তাঁর অজানা কাহিনী
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Syed Mustafa Siraj: মুর্শিদাবাদের প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ। তাঁর বাড়ি গোকর্ণ ঘোশবাসপুরে। ১৪ অক্টোবর তাঁর জন্মদিবস উপলক্ষে রাতেই আয়োজিত হল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। তাঁর মূর্তিতে মাল্যদান করা হল। উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক।
advertisement
advertisement
একদিকে পারিবারিক শিক্ষা অন্যদিকে উন্মুক্ত পৃথিবীর কোলে বেড়ে ওঠা লেখক সিরাজ বাস্তবে হয়ে উঠেছিলেন প্রকৃতিচর। তাঁর গ্রামের কাছেই ছিল দ্বারকা নদীর অববাহিকা অঞ্চল, কাশকুশ ব্যানার জঙ্গল। আবাল্য বেড়ে ওঠা খোশবাসপুরের তৃণভূমি অঞ্চল, রাখালিয়া জীবন তাঁকে আকৃষ্ট করেছিল প্রবলভাবে। প্রথম জীবনে বাড়ি থেকে পালিয়ে অতিবাহিত করেছেন।
advertisement
রাঢ় বাংলার লোকনাট্য 'আলকাপের' সঙ্গে যুক্ত হয়ে নাচ-গান-অভিনয়ে অংশ নিয়ে জেলায় জেলায় ঘুরেছেন৷ তিনি ছিলেন 'আলকাপ' দলের 'ওস্তাদ' (গুরু)। নাচ-গানের প্রশিক্ষক ছিলেন। কলকাতায় বাস করলেও নিজেকে কলকাতায় প্রবাসী ভাবতেই ভালবাসতেন। সুযোগ পেলেই বার বার মুর্শিদাবাদের ঘোশবাসপুর গ্রামে পালিয়ে যেতেন। সেই পলাতক কিশোর তাঁর চরিত্রের মধ্যে লুকিয়ে ছিল।
advertisement
advertisement