কলকাতার পাশাপাশি থিম পুজোর জাঁকজমকে একেবারেই পিছিয়ে নেই জেলার পুজোগুলিও ৷ কলকাতার নামী পুজোদের টেক্কা মারার ক্ষমতা রাখে তারা ৷ খড়গপুরের শহরের মালঞ্চ এলাকার বিবেকানন্দ পল্লি দুর্গাপুজো এ বছর ৫০ বছরে পা দিয়েছে ৷ সুবর্নজয়ন্তী বর্ষে জমজমাট থিম নিয়ে চমক দিতে তৈরি পুজো উদ্যোক্তারা ৷
2/ 6
আফ্রিকার জনজাতির দিনযাপন ফুটে উঠেছে মণ্ডপে ৷ ‘কালো রঙ’-কে প্রাধান্য দিতেই আফ্রিকার মানুষের সংস্কৃতি, বেশভূষাকে তুলে ধরা হয়েছে এই পুজোয় ৷
3/ 6
আফ্রিকার জনজাতির পাশাপাশি ভারতের পৌরাণিক সংস্কৃতির মিশেলও থাকছে এই পুজোর থিমে ৷ শুধু মণ্ডপই নয়, গোটা এলাকাই সাজিয়ে তোলা হয়েছে আফ্রিকার সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্নরকম কারুকার্যে ৷
4/ 6
মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে ৷ মায়ের পরণের শাড়ি থেকে শুরু করে গয়না, সবই মাটির তৈরি করা হয়েছে ৷
5/ 6
সমাজে কালো রং-কে অনেকেই কম গুরুত্ব দেন, এই রংয়ের ব্যবহারও তাচ্ছিল্যের বিষয় হয় ৷ অনেকেই এই রংকে অশুভ বলে ৷ অথচ এই কালো রঙকে ব্যবহার করে কত সুন্দরভাবে কোনও কিছু সাজানো সম্ভব, সেটাই বিবেকানন্দ পল্লির পুজোয় তুলে ধরা হয়েছে ৷
6/ 6
খড়গপুরের শহরের মালঞ্চ এলাকার বিবেকানন্দ পল্লি দুর্গাপুজো ৷